AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১২ মে, ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সন্তানসুখেও মিশে আছে ‘ব্রহ্মাস্ত্র’, প্রচার অনুষ্ঠানে ‘বেবি অন বোর্ড’ লেখা বিশেষ পোশাক পরলেন আলিয়া!


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৫:১২ পিএম, ৩ সেপ্টেম্বর, ২০২২

সন্তানসুখেও মিশে আছে ‘ব্রহ্মাস্ত্র’, প্রচার অনুষ্ঠানে ‘বেবি অন বোর্ড’ লেখা বিশেষ পোশাক পরলেন আলিয়া!

‘ব্রহ্মাস্ত্র’-এর প্রচারে এসে আলিয়া ভট্ট সুযোগ ছাড়লেন না মাতৃত্ব জাহির করার। হায়দরাবাদের এক অনুষ্ঠানে অভিনব সাজে ধরা দিলেন তিনি। কালো স্যুট-প্যান্ট পরা রণবীর কপূরের পাশে বিশেষ ভাবে চোখে পড়ছিলেন আলিয়া। কারণ তাঁর পোশাক! উজ্জ্বল গোলাপি কামিজের পিছনে সোনার কাজ, পিঠের উপর লেখা ‘বেবি অন বোর্ড’(সন্তান আসছে)। মুখে দুষ্টুমির হাসি তাঁর। তবে সাজেননি মোটেই। মাতৃত্বের আভায় এমনিতেই যে ঝলমল করছেন, সেটা আরও বেশি করে মেলে ধরতে চাইলেন।

এর আগেও ‘ব্রহ্মাস্ত্র’-এর প্রচারে এক বার একসঙ্গে দেখা গিয়েছিল ‘রণলিয়া’কে। তাঁর অন্তঃসত্ত্বা চেহারা সেই প্রথম ভাল মতো সামনে এসেছিল। তার পর যত দিন যাচ্ছে আরও বাড়ছে গর্ভস্থ ভ্রূণ। আলিয়ার স্ফীতোদরের আকারও বাড়ছে। সে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করছেন অনুরাগীরা। ভালবাসায়, শুভেচ্ছায় ভরিয়ে দিচ্ছেন।

তার উপর আগামী ৯ সেপ্টেম্বর ‘ব্রহ্মাস্ত্র’ মুক্তি পাচ্ছে। যে ছবি করতে গিয়েই পরস্পরের প্রেমে পড়েছিলেন রণবীর আর আলিয়া। প্রথম একসঙ্গে কাজ পথ বেঁধে দিয়েছিল যুগলের। তাই সন্তান গর্ভে ধরার সুখ আর ‘ব্রহ্মাস্ত্র’ মুক্তির সমাপতনের এই পর্বটি রীতিমতো উপভোগ করছেন আলিয়া।

একুশে সংবাদ/ আ.বা/ রখ

Shwapno
Link copied!