AB Bank
ঢাকা শুক্রবার, ০২ জুন, ২০২৩, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
 1. জাতীয়
 2. রাজনীতি
 3. সারাবাংলা
 4. আন্তর্জাতিক
 5. অর্থ-বাণিজ্য
 6. খেলাধুলা
 7. বিনোদন
 8. শিক্ষা
 9. তথ্য-প্রযুক্তি
 10. অপরাধ
 11. প্রবাস
 12. রাজধানী

প্রেমিক-প্রেমিকার ইমরান-পড়শীর


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
১০:২২ পিএম, ২৫ এপ্রিল, ২০২১
প্রেমিক-প্রেমিকার ইমরান-পড়শীর

জনপ্রিয় সংগীতশিল্পী জুটি ইমরান ও পড়শী। ক্যামেরার সামনে দাঁড়ালেন প্রেমিক-প্রেমিকার বেশে। এজন্য তারকা ‍জুটিকে ছুটতে হয়েছে ঢাকা থেকে সুনামগঞ্জ হয়ে ময়মনসিংহে।
 

চ্যানেল আইয়ের সংগীত প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা থেকে উঠে এসেছেন ইমরান ও পড়শী। ২০০৮ সালে ইমরান ‘সেরাকণ্ঠ’ আর ২০০৯ সালে পড়শী ‘ক্ষুদে গানরাজ’-এর মাধ্যমে সংগীতাঙ্গনে পা রাখেন।

দীর্ঘদিনের ক্যারিয়ারে দু’জনের সফলতাও এসেছে সেই মাপে। তবে তাদের অডিও গানের সংখ্যা অনেক থাকলেও ভিডিও মাত্র ২টি। একটি ২০১৩ সালে অন্যটি ২০১৯ সালে। দুটোই হিট।

এবার জনপ্রিয় এই জুটি এবার আসছেন নতুন একটি গান-ভিডিও নিয়ে। গানটির শিরোনাম ‘এক দেখায়’। এটি লিখেছেন স্নেহাশীষ ঘোষ। পড়শীর সঙ্গে দ্বৈত কণ্ঠ দেওয়ার পাশাপাশি সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান। আসছে ঈদকে সামনে রেখেই মূলত তাদের এই আয়োজন।

রোমান্টিক ধাঁচের গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা। লকডাউনের আগে ঢাকার বাইরে দুদিন ধরে গানটির ভিডিও ধারণ করা হয়। ভিডিওতে নায়ক-নায়িকার ভূমিকাতে দেখা যাবে গায়ক-গায়িকা জুটিকে।

অনেকদিন ধরেই মৌলিক গানে নেই পড়শী। তিনি বলেন, অনেক দিন বিরতির পর আবারও আমরা একসঙ্গে গান করলাম। গানটি আসছে ভিডিওসহ। আশা করি সবার ভালো লাগবে। শিগগিরই আমার লেখা ও সুরে একটি নতুন গান রিলিজের প্রস্তুতি নিয়ে রেখেছি। সেটার শুটিং বাকি আছে।

জানা গেছে, সিএমভি’র ব্যানারে নির্মিত ব্যয়বহুল এই ভিডিওটি আগামী ৫ মে প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভির ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে উন্মুক্ত করা হবে।