AB Bank
ঢাকা শনিবার, ১৫ জুন, ২০২৪, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
 1. জাতীয়
 2. রাজনীতি
 3. সারাবাংলা
 4. আন্তর্জাতিক
 5. অর্থ-বাণিজ্য
 6. খেলাধুলা
 7. বিনোদন
 8. শিক্ষা
 9. তথ্য-প্রযুক্তি
 10. অপরাধ
 11. প্রবাস
 12. রাজধানী

ব্লাড ক্যান্সারে আক্রান্ত কিরণ খের


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০২:১২ পিএম, ১ এপ্রিল, ২০২১
ব্লাড ক্যান্সারে আক্রান্ত কিরণ খের

ক্যানসারে আক্রান্ত বলিউডে জনপ্রিয় অভিনেত্রী কিরণ খের ৷ বৃহস্পতিবার অনুপম খের নিজেই সোশাল মিডিয়ায় জানিয়েছেন তাঁর স্ত্রী কিরণ ব্লাড ক্যানসারে আক্রান্ত৷

কিরণের স্বামী ও বলিউড অভিনেতা অনুপম খের সোশাল মিডিয়ায় জানিয়েছেন, ‘গুজব ওঠার আগেই আমি আর সিকন্দর সবাইকে জানাতে চাই, আমার স্ত্রী কিরণ খের myeloma ক্যানসারে আক্রান্ত ৷ এটি একধরনের বিরল ব্লাড ক্যানসার ৷ আপাতত কিরণের চিকিৎসা চলছে৷ সে খুবই স্ট্রং, লড়াকু মনের ৷ তাঁর এই লড়াইকে আমি ও আমার ছেলে কুর্ণিশ জানাই ৷ প্রচুর চিকিৎসকের কড়া নজরে রয়েছে কিরণ ৷ প্রচুর প্রিয়মানুষকে পাশে পেয়েছেন কিরণ ৷ কারণ, সে হৃদয় থেকেই এত ভালো মানুষ ৷ সবাই কিরণের জন্য প্রার্থনা করুন ৷ ভালোবাসা পাঠান ৷ সে নিশ্চয়ই সুস্থ হয়ে উঠবে৷ সবাইকে আমাদের তরফ থেকে ধন্যবাদ জানাই৷’

বলিউডের পর্দায় বহুদিন ধরেই দুরন্ত অভিনয়ে দর্শকদের মন জয় করেছেন কিরণ ৷ একের পর এক ছবিতে তাঁর অভিনয় নজর কেড়েছে ৷ কখনও কমেডি, কখনও একেবারে অন্যধারার ছবিতেও কিরণ খের সবাই তাক লাগিয়ে ছিলেন ৷ ঋতুপর্ণ ঘোষের ‘বাড়িওয়ালি’ ছবিতে অভিনয় করে জাতীয় পুরস্কারও পেয়েছেন ৷ এই ছবিই ছিল তাঁর প্রথম বাংলা ছবি ৷ ‘সরদারি বেগম’ ছবির জন্যও পেয়েছিলেন জাতীয় পুরস্কার৷ দেবদাস, হামতুম, দোস্তানা, খামোশ পানি, বীর জারা, ফানা, কভি অলবিদা না কহেনা, ওম শান্তি ওম, বলিউডের তাঁর অভিনীত ছবির তালিকা লম্বা ৷

সম্প্রতি এক নাচের রিয়্যালিটি শোতে করণ জোহর, মালাইকা অরোরার পাশে নিজের কায়দায় নজর কেড়ে নিয়েছিলেন কিরণ  তবে শুধুই অভিনয় নয়, রাজনীতিতে সমান দক্ষ কিরণ ৷ লোকসভায় বিজেপি-র সাংসদ কিরণ খের ৷


একুশে সংবাদ/এ/আ

Link copied!