ফের হট অবতারে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন এষা গুপ্ত ৷ বলিউডের জনপ্রিয় ‘জান্নাত ২’ খ্যাত অভিনেত্রী এষা গুপ্ত।তিনি বরাবরই বোল্ড লুকে ঝড় তুলতে সিদ্ধহস্ত। আর এবারও তার ব্যতিক্রম হলো না। লাইমলাইটে কিভাবে থাকতে হয় তা ভালো মতোই জানেন বলিউডের এই নায়িকা। তাই তো উন্মুক্ত বক্ষের ভাঁজে কিংবা নিতম্বের উষ্ণ আবেদনে নয়, এবার ক্যামেরার সামনে নগ্ন হয়েই ছবি পোস্ট করলেন এষা গুপ্ত।
সম্প্রতি মালদ্বীপে গিয়ে এমন ছবি পোস্ট করায় খবরের শিরোনামে উঠে আসে এই অভিনেত্রীর নাম। যা নিমেষের মধ্যে ভাইরাল হয়ে যায়। বন্যা বয়ে যায় লাইক কমেন্টের। নেটিজেনরা যেন চোখই সরাতে পারছে না তার এমন ছবি দেখে । তবে অধিকাংশই এষার এই ছবিটি নিয়ে সমালোচনা করলেও কিছু লোক অভিনেত্রীর এই ছবিটি দেখে প্রশংসাও করেন।
এবারই প্রথম নয়, প্রায়ই সোশ্যাল মিডিয়ায় নানারকম ছবি ভিডিও পোস্ট করে নেটিজেনদের মন জয় করেন নায়িকা। কখনো প্রিন্টেড বিকিনিতে শরীরী উত্তাপ যেন চুঁইয়ে পড়ছে এষার। আবার কখনো বা পুলের মধ্যে উষ্ণতা ছড়াচ্ছেন নায়িকা। এই সব ছবি ভাইরাল হয়ে যায় রীতিমতো। নেটিজেনরাও প্রশংসায় ভরিয়ে দেয় অভিনেত্রী এষাকে ।
একুশে সংবাদ/ভা/আ
আপনার মতামত লিখুন :