AB Bank
ঢাকা শুক্রবার, ০২ জুন, ২০২৩, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

তবে কী জোড়া লাগছে শ্রাবন্তীর ভাঙ্গা ঘর!


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
১২:৫৪ পিএম, ৫ জানুয়ারি, ২০২১
তবে কী জোড়া লাগছে শ্রাবন্তীর ভাঙ্গা ঘর!

তবে কি রোশন ফিরছেন শ্রাবন্তীর কাছে! তবে কী বরফগলতে শুরু করেছে! নতুন বছরে নতুন রেজুলেশন নিয়ে! সে কথা অবশ্য সময়ই বলবে, আপাতত শ্রাবন্তীর ছবির বিবরণ দেখে আশায় বাঁচা ছাড়া অন্য উপায় নেই শ্রাবন্তী-রোশন ভক্তদের। একদিন আগেই একটি পোস্টে লিখেছিলেন, 'কঠিন রাস্তা সব সময়ই সুন্দর গন্তব্যে পৌঁছে দেয়।'

আবার ওই দিনই আরেকটি ভিডিও পোস্ট করেন শ্রাবন্তী। তাতে অবশ্য বিবরণ নেই। শুধু একটা গান। ‘মন মস্তমগন বাস তেরা নাম দহোরায়ে’। কার নাম বার বার আওড়াচ্ছেন, তা নায়িকা স্পষ্ট না করলেও তাঁর চোখের ইশারায় অনেকেরই সন্দেহ হয়েছিল নামটা রোশন হলেও হতে পারে।

এরপর সোমবার তিনি যে পোস্টটি করলেন তাতে ব্যাপারটা আরও স্পষ্ট হলো। পাহাড়ি নদীর ধারে একটি ছবি পোস্ট করে শ্রাবন্তী লিখেছেন, 'ভিতরের উজ্জ্বলতাকে স্তিমিত করার ক্ষমতা কারও নেই'। মন্তব্যটির মধ্যে কোথাও যেন একটা জিতে যাওয়ার বা সাফল্য পাওয়ার আঁচ পাচ্ছেন শ্রাবন্তী ভক্তানোকূল।

একুশে সংবাদ/আ/আ