বিয়ের আগে সানা খান বিনোদন জগতে এতোটা পরিচিত ছিলেন না। মুফতি আনাস সাইদকে বিয়ে কারার পর যতোটা পরিচিতি পেয়েছেন।বিয়ের একের পর এক মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে চলেছেন। আর এবার এমন একটি মন্তব্য করেছেন, যা শোরগোল ফেলে দিয়েছে নেট জগতে।
ধবধবে সাদা গাউন পরে বিয়ে করেছেন সানা। সেই ছবি পোস্ট করে লিখেছেন, হালাল ভালবাসা এত সুন্দর হতে পারে তোমাকে বিয়ের আগে ভাবিনি। সব হালাল কাজই ভাল।
২০০৫-এ ইয়েহি হ্যায় হাই সোসাইটি ছবি দিয়ে বলিউডে পা রাখেন সানা। হাল্লা বোল, জয় হো, বজাহ তুম হো, টয়লেট: এক প্রেম কথা-র মত ছবিতে দেখা যায় তাঁকে। তিনি কাজ করেছেন বিগ বস ও ।
একুশে সংবাদ /স/এস
আপনার মতামত লিখুন :