AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৯ মে, ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দুটি মহাসড়ক প্রশস্ত করার কাজ পেয়েছে দেশীয় তিন প্রতিষ্ঠান


Ekushey Sangbad
অর্থ-বাণিজ্য ডেস্ক
০৭:৫৯ পিএম, ২০ সেপ্টেম্বর, ২০২৩

দুটি মহাসড়ক প্রশস্ত করার কাজ পেয়েছে দেশীয় তিন প্রতিষ্ঠান

দেশীয় তিন প্রতিষ্ঠান ২৪২ কোটি টাকায় ইটাখোলা-মঠখোলা-কটিয়াদী সড়ক ও নয়াপাড়া-আড়াইহাজার-নরসিংদী-রায়পুরা আঞ্চলিক মহাসড়ক প্রশস্ত করার কাজ পেয়েছে।

বুধবার (২০ সেপ্টেম্বর) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেয়া হয়েছে।


সভাশেষে সাংবাদিকদের কাছে বিস্তারিত তুলে ধরেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান।

তিনি বলেন, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অধীন সড়ক ও জনপথ অধিদফতরের ‘ইটাখোলা-মঠখোলা-কটিয়াদী সড়ক ও নয়াপাড়া-আড়াইহাজার-নরসিংদী-রায়পুরা দুটি আঞ্চলিক মহাসড়ক প্রশস্ততায় উন্নীতকরণ’ প্রকল্পের প্যাকেজ নং-ডব্লিউপি-০১-এর নির্মাণ কাজ যৌথভাবে রিলায়েবল বিল্ডার্স লিমিটেডে, ওরিয়েন্ট ট্রেডিং অ্যান্ড বিল্ডার্স লিমিটেড এবং রানা বিল্ডার্স প্রা. লিমিটেডের কাছ থেকে ২৪১ কোটি ৯২ লাখ ৯৯ হাজার ৫৩২ টাকায় ক্রয়ের অনুমোদন দেয়া হয়েছে।

এ ছাড়া পানিসম্পদ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ‘মাদারীপুর জেলার শিবচর উপজেলায় আড়িয়াল খাঁ নদের তীর সংরক্ষণ ও ড্রেজিং’ প্রকল্পের ভেরিয়েশন বাবদ অতিরিক্ত ১৪ কোটি ৩৩ লাখ ৩৪ হাজার ২৯১ টাকা ব্যয় বাড়ানোর ক্রয় প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে।

 

একুশে সংবাদ/স.টি/না.স

Shwapno
Link copied!