অবশেষে আমদানি তালিকায় স্থান পেল ডিম। অস্থির ডিমের বাজারে স্থিতিশীল আনতে ভারত থেকে ৪ কোটি ডিম আমদানির অনুমোদন দেওয়া হয়। সোমবার এই সিদ্ধান্ত নিল বাণিজ্য মন্ত্রণালয়। চারটি প্রতিষ্ঠান উল্লেখিত ডিম আমদানি অনুমতি পায়।
ডিমের বাজারে অস্থিরতা সৃষ্টির পর সরকার প্রতি পিস ডিমের দাম ১২ টাকা নির্ধারণ করে দেয়। কিন্তু ব্যবসায়ীরা সরকারের এই সিদ্ধান্ত মানেনি।
এর আগে গত ১৪ সেপ্টেম্বর ডিম আমদানির সিদ্ধান্তের কথা জানান বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। সেসময় তিনি বলেছিলেন, প্রথমে অল্প পরিমাণে ডিম আমদানি করা হবে। এরপরও যদি দাম নিয়ন্ত্রণে না আসে তাহলে ব্যাপক আকারে আমদানি করা হবে।
আজ সোমবার তপন কান্তি ঘোষ বলেছেন, বাজার স্থিতিশীল রাখতে প্রয়োজনে সরকার আরো বেশি ডিম আমদানির অনুমতি দেবে। প্রথম বার চারটি প্রতিষ্ঠানের প্রত্যেককে ১ কোটি করে মোট ৪ কোটি ডিম আমদানির অনুমতি দেওয়া হয়েছে।
তিনি বলেন, ভোক্তাদের কথা বিবেচনায় নিয়ে আমরা এ অনুমতি দিয়েছি। আমাদের প্রতিদিন প্রায় ৪ কোটি ডিম প্রয়োজন হয়। সেই হিসেবে আমরা মাত্র একদিনের ডিম আমদানির অনুমতি দিয়েছি। বাজার স্থিতিশীল রাখতে প্রয়োজনে সরকার আরো বেশি ডিম আমদানির অনুমতি দেয়া হবে।
একুশে সংবাদ/আ.ভ.প্র/জাহা
আপনার মতামত লিখুন :