AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১১ মে, ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

প্রবাসী ও রপ্তানি আয়ে ফের বাড়লো ডলারের দাম


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৮:১২ পিএম, ৩১ মে, ২০২৩

প্রবাসী ও রপ্তানি আয়ে ফের বাড়লো ডলারের দাম

প্রবাসী আয়ে ডলারের দাম বেড়েছে ৫০ পয়সা। আর রপ্তানি আয়ের ক্ষেত্রে ডলারের দাম বেড়েছে এক টাকা। নতুন এ দাম বৃহস্পতিবার (১ জুন) থেকে কার্যকর হবে।

 

প্রবাসী আয়ের ক্ষেত্রে এখন প্রতি ডলারে মিলবে ১০৮ টাকা ৫০ পয়সা। এর আগে প্রবাসী আয়ে প্রতি ডলারের বিপরীতে ১০৮ টাকা পাওয়া যেত । রপ্তানি আয়ের ক্ষেত্রে  প্রতি ডলারের বিপরিতে পাওয়া যাবে ১০৭ টাকা। আগে রপ্তানি আয়ে প্রতি ডলারে ১০৬ টাকা পাওয়া যেত।

 

বুধবার ( ৩১ মে ) ব্যাংকের শীর্ষ নির্বাহীদের সংগঠন এবিবি ও বৈদেশিক মুদ্রা লেনদেনকারী ব্যাংকগুলোর সংগঠন বাফেদা এ সিদ্ধান্ত নিয়েছে।

 

গত বছরের মার্চ থেকে দেশে ডলার-সংকট প্রকট আকার ধারণ করে। মূলত রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর এ অবস্থা তৈরি হয়। সংকট মোকাবিলায় শুরুতে ডলারের দাম নিয়ন্ত্রণ করতো বাংলাদেশ ব্যাংক।

 

গত সেপ্টেম্বরে বাংলাদেশ ব্যাংক ডলারের দাম নির্ধারণের দায়িত্ব থেকে সরে দাঁড়ায়। দায়িত্ব দেয়া হয় এবিবি ও বাফেদার ওপর। এরপর থেকে এ দুই সংগঠন মিলে রপ্তানি ও প্রবাসী আয় এবং আমদানি দায় পরিশোধের ক্ষেত্রে ডলারের দাম নির্ধারণ করছে।

 

একুশে সংবাদ/জ/এসএপি

Shwapno
Link copied!