যুক্তরাষ্ট্রে গত সেপ্টেম্বরে প্রত্যাশার চেয়ে বেশি লোকের চাকরি হয়েছে। এতে আবারও দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) সুদের হার বাড়ানোর আশঙ্কা সৃষ্টি হয়েছে।
ফলে অন্যান্য আন্তর্জাতিক মুদ্রার বিপরীতে মার্কিন মুদ্রা ডলারের দাম বেড়েছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে ব্যবসাভিত্তিক প্রভাবশালী সংবাদমাধ্যম সিএনবিসির এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।
শুক্রবার (৭ অক্টোবর) জাপানের মুদ্রা ইয়েনের বিপরীতে ডলারের মূল্য বৃদ্ধি পেয়েছে শূন্য দশমিক ২ শতাংশ। প্রতি ডলার বিক্রি হয়েছে ১৪৫ দশমিক ৪২ ইয়েনে।
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রধান মুদ্রা ইউরোর বিরুদ্ধেও ডলারের দর ঊর্ধ্বমুখী হয়েছে শূন্য দশমিক ৬ শতাংশ। প্রতি ইউরো বিকিয়েছে শূন্য দশমিক ৯৭৩৫ ডলারে।
ব্রিটেনের মুদ্রা স্টার্লিংয়ের বিপরীতে ডলারের দাম বেড়েছে শূন্য দশমিক ৯ শতাংশ। প্রতি স্টার্লি বিক্রি হয়েছে ১ দশমিক ১০৬০ ডলারে।
অফশোরে চীনের মুদ্রা ইউয়ানের বিপক্ষেও ডলারের মূল্য বেড়েছে। শূন্য দশমিক ৭ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি ডলার বিকিয়েছে ৭ দশমিক ১৩১৩ ইউয়ানে।
টরোন্টোয় ফোরেক্সলাইভের প্রধান মুদ্রা বিশেষজ্ঞ বলেন, ইউএস অর্থনীতি দুর্বল হলে ডলার শক্তি হারায়। কিন্তু আপাতত সেই লক্ষণ দেখা যাচ্ছে না। কারণ, মার্কিন আর্থিক কর্মকাণ্ড সক্রিয় রয়েছে।
গত মাসে যুক্তরাষ্ট্রে ২ লাখ ৬৩ হাজার জনের চাকরি হয়েছে। অর্থনীতিবিদদের প্রত্যাশার চেয়ে যা বেশি। তাদের পূর্বাভাস ছিল ২ লাখ ৫০ হাজার।
একুশে সংবাদ/এসএপি
আপনার মতামত লিখুন :