২০২২-২৩ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্য সুরক্ষায় নিরাপত্তা সামগ্রীর উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট অব্যাহতি প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে। এরমধ্যে রয়েছে করোনা টেস্ট কিট, পিপিই, নিরাপত্তা পোশাক, প্লাস্টিক ফেইস শিল্ড, মেডিকেল নিরাপত্তাসামগ্রী, হাসপাতালে ব্যবহারের জন্য প্রতিরক্ষামূলক চশমা, গগলস ও মাস্ক।
বৃহস্পতিবার (৯ জুন) বিকেল ৩টায় জাতীয় সংসদে এ প্রস্তাবিত বাজেট উত্থাপন শুরু করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এ অর্থবছরে প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকা।
প্রস্তাবিত এ বাজেটে বেশকিছু পণ্যের ওপর শুল্ককর প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে। এছাড়াও বিদেশ থেকে আমদানি করা হুইল চেয়ারের ওপর কর বিলোপের প্রস্তাব করা হয়েছে। ফলে দেশের বাজারে এসব স্বাস্থ্য নিরাপত্তাসামগ্রীর সহজলভ্যতা হবে এবং দাম কমতে পারে।
তাছাড়া দৃষ্টি প্রতিবন্ধীদের পড়ার উপকরণ ব্রেইল মুদ্রণের ওপর ভ্যাট অব্যাহতির প্রস্তাব করা হয়েছে। শ্রবণপ্রতিবন্ধীদের জন্য কানে শোনার যন্ত্র ও এই যন্ত্রে ব্যবহৃত ব্যাটারি আমদানিতে শুল্ক কর ২৫ শতাংশ কমিয়ে ৫ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। ফলে ব্রেইল মুদ্রণ ও কানে কম শোনার যন্ত্রের দাম কমতে পারে।
একুশে সংবাদ.কম/জ.ন.জা.হা
আপনার মতামত লিখুন :