রাজধানীর হাজারীবাগের টালি অফিস এলাকার একটি বাসায় মায়ের সাথে অভিমান করে আত্মা শামীমা ওরফে দিবা (১৭) বছর বয়সি এক (এসএসসি) পরীক্ষার্থীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
শনিবার(১৮ নভেম্বর) বিকালের দিকে এ ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা ছয়টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহতকে(ঢামেক) হাসপাতালে নিয়ে আসা তার খালা রাশিদা বেগম জানান,আমার ভাগিনি রাইফেল স্কয়ার বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ স্কুল এন্ড কলেজের এসএসসি শিক্ষার্থী ছিল। আজ পড়াশোনার জন্য মা বকাঝকা করলে অভিমান করে নিজ রুমে নিজের গলায় ওড়না পেচিয়ে দুই হাতে কষে টান দিলে সে অচেতন হয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত বলে জানান।
তিনি আরো বলেন , আমাদের নিজ বাসা,হাজারীবাগের টালি অফিস এলাকার মোঃ শামীম হোসেনের মেয়ে। নিহত দুই বোনের মধ্যে সে ছিল ছোট।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোঃ বাচ্চু মিয়া বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :