ফেনীর ছাগলনাইয়া উপজেলায় বোনকে উত্তক্ত্যের প্রতিবাদ করায় ছুরিকাঘাতে রবিউল হক শাহেদ (২০) নামের এক কিশোর নিহত হয়েছেন।
শুক্রবার (৩০ জুন) সন্ধ্যায় উপজেলার শুভপুর বাজারে এ ঘটনা ঘটে। ঘটনার পর পুলিশ ১০ জনকে আটক করেছে।
নিহত যুবক উপজেলার শুভপুর ইউনিয়নের জয়পুর গ্রামের মানিক মিয়ার ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঈদ উপলক্ষে রবিউল পরিবারের সদস্যদের নিয়ে শুক্রবার উপজেলার গাজীদীঘি এলাকায় ঘুরতে যান। সেখানে স্থানীয় কয়েকজন যুবক তার ছোট বোনকে উত্ত্যক্ত করে। রবিউল এর প্রতিবাদ করলে যুবকরা ক্ষিপ্ত হয়। পরে রবিউল শুভপুর ইউনিয়ন পরিষদের মেম্বার ফজলুর রহমানের কাছে বিচার দেন। ইউপি সদস্য উভয় পক্ষকে সন্ধ্যায় শুভপুর বাজারে ব্যক্তিগত কার্যালয়ে ডাকেন। সেখানে যাওয়ার পর রবিউলের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন অভিযুক্ত যুবকরা। একপর্যায়ে রবিউলকে ছুরিকাঘাত করে ওই যুবকরা। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা ১০ যুবককে মেম্বারের কার্যালয় আটকে রাখেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে যুবকদের আটক করে থানায় নিয়ে যায়।
ছাগলনাইয়া থানার ওসি সুদিপ রায় জানায়, আটক যুবকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নিহতের মরদেহ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
একুশে সংবাদ.কম/ঢ/এসএপি
আপনার মতামত লিখুন :