‘নিয়মিত ভূমি উন্নয়ন কর পরিশোধ করি- নিজের জমি সুরক্ষিত রাখি’ প্রতিপাদ্যকে সামনে রেখে কালীগঞ্জে ২৫ মে হতে ২৭ মে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা-২০২৫ আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে।
রবিবার (২৫ মে) সকালে উপজেলা ভূমি অফিসের আয়োজনে ভূমি মন্ত্রণালয়ের ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে ভূমি সেবা মেলা অনুষ্ঠিত হয়।
মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লাল ফিতা কেটে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) নূরী তাসমিন উর্মী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সাবরেজিস্ট্রার মো. হাফিজুর রহমান, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. ওবায়দুর রহমান, উপজেলা জাতীয় মহিলা সংস্থার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জেসমিন বেগম।
এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধাগণ, সেবা নিতে আসা বিভিন্ন শ্রেণি পেশার মানুষ, উপজেলা ভূমি অফিসের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, পৌর ও ইউনিয়নের ভূমি অফিসের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীবৃন্দ।
প্রধান অতিথি তার বক্ত্যবে বলেন, অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদানের জন্য রেজিস্ট্রেশন সংক্রান্ত কার্যক্রম, ভূমি উন্নয়ন কর অনলাইনে গ্রহণ, ই-নামজারির আবেদন গ্রহণের পাশাপাশি ভূমি সেবা বুথ স্থাপন, অনলাইন সেবার জন্য রেজিস্ট্রেশন, বিভিন্ন আবেদন আপলোড করা ও ভূমি উন্নয়ন করের দাখিলা প্রিন্ট করে ভূমি মালিকদের সরবরাহের ব্যবস্থা, আগত সেবা প্রার্থীগণের ভূমি ও ভূমি সেবা বিষয়ক অভিযোগ শুনানির ব্যবস্থা করা হয়েছে।
দর্শনার্থীদের ভূমি বিষয়ক জিজ্ঞাসার জবাব প্রদানের জন্য সার্বক্ষণিক সেবাবুথে উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা নিয়োজিত থাকবেন।
এর আগে উপজেলা ভূমি অফিস চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ভূমি অফিসে এসে শেষ হয়। এ সময় উপজলা ভূমি অফিসের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/গা.প্র /এ.জে