সুনামগঞ্জের মধ্যনগরে ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব ও মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের চেয়ারম্যান মো. নুর নবী তালুকদার।
বুধবার (৭ মে) দুপুরে উপজেলার রূপনগর বাজারে ইউপি চেয়ারম্যানের অস্থায়ী কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। লিখিত বক্তব্যে চেয়ারম্যান নুর নবী বলেন, “আমি সদ্য শেষ হওয়া ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিপুল ভোটে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করে যাচ্ছি। কিন্তু সম্প্রতি ইউনিয়ন পরিষদের কয়েকজন সদস্য রাজনৈতিক ষড়যন্ত্র ও ব্যক্তিগত স্বার্থ হাসিলের লক্ষ্যে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন।”
তিনি জানান, গত ৪ মে ইউনিয়নের সাতজন ইউপি সদস্য উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে একটি অনাস্থা প্রস্তাব জমা দেন এবং একই দিন মহিষখলা বাজারে মানববন্ধন করেন। তবে অনাস্থা প্রস্তাবে স্বাক্ষর করা ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. মুজিবুর রহমান স্বাক্ষরের বিষয়টি অস্বীকার করে ইউএনও বরাবর লিখিত আবেদন জমা দিয়েছেন। এছাড়াও আরও দুই-তিন জন সদস্য নিয়মিত তাঁর সঙ্গে যোগাযোগ রাখছেন বলেও জানান চেয়ারম্যান।
তিনি অভিযোগ করেন, “অনাস্থার প্রস্তাবে আমার বিরুদ্ধে উত্থাপিত প্রতিটি অভিযোগ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। স্মৃতিসৌধ নির্মাণ, বিভিন্ন প্রকল্পে অনিয়মসহ যে অভিযোগগুলো করা হয়েছে, তার সঙ্গে আমার কোনো সংশ্লিষ্টতা নেই। প্রকল্পগুলোর অধিকাংশ কাজ সংশ্লিষ্ট ইউপি সদস্যদের তত্ত্বাবধানে সম্পন্ন হয়েছে।”
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইউপি সদস্য মো. মুজিবুর রহমান, মো. হেলাল উদ্দিন, হোসনে আরা, পারুল আক্তার, রাশিদা খাতুনসহ স্থানীয় শতাধিক গণ্যমান্য ব্যক্তি।
উল্লেখ্য, ৪ মে সাতজন ইউপি সদস্য চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ এনে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অনাস্থা প্রস্তাব দেন এবং একই দিন চেয়ারম্যানের অপসারণ দাবিতে মানববন্ধন করেন। তবে ওই প্রস্তাবে স্বাক্ষরকারী এক সদস্য পরে তা প্রত্যাখ্যান করেন।
একুশে সংবাদ/সু.প্র/এ.জে
আপনার মতামত লিখুন :