AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৮ মে, ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাঙ্গুনিয়ায় পরিত্যক্ত জমিতে আধুনিক কৃত্রিম খেলার মাঠ ও পাঠাগার নির্মাণের উদ্যোগ



রাঙ্গুনিয়ায় পরিত্যক্ত জমিতে আধুনিক কৃত্রিম খেলার মাঠ ও পাঠাগার নির্মাণের উদ্যোগ

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পরিত্যক্ত জমিতে প্রায় ৫০ লাখ টাকা ব্যয়ে কৃত্রিম খেলার মাঠ ও একটি পাঠাগার নির্মাণের উদ্যোগ নিয়েছে স্থানীয় যুব সংগঠন ‘যুব স্কোয়াড রাইডার্স’। "রাঙ্গুনিয়া আইকনিক স্পোর্টস জোন" নামে মাঠটি উত্তর রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয়ের পাশে স্থাপন করা হবে।

এই স্পোর্টস জোনে আউটডোরে ফুটবল, ক্রিকেট, ভলিবল এবং ইনডোরে বিলিয়ার্ড খেলার সুযোগ থাকবে। ফিফা অনুমোদিত প্রযুক্তি ব্যবহারে এটি শীত ও বর্ষা—সব ঋতুতেই খেলার উপযোগী থাকবে।

বুধবার (৭ মে) দুপুরে মাঠের স্থান পরিদর্শন করেন রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল হাসান। সঙ্গে ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মহিউদ্দিন, সংগঠনের সদস্য এবং স্থানীয়রা।

সংগঠনের সভাপতি ইসমাঈল হোসেন বলেন, “বর্তমান তরুণ প্রজন্ম প্রযুক্তিনির্ভর হয়ে পড়েছে, ফলে শারীরিক ও মানসিক বিকাশ ব্যাহত হচ্ছে। খেলাধুলা ও পাঠাগারের মাধ্যমে আমরা সেই বিকাশের পথ তৈরি করতে চাই। পাশাপাশি পরিত্যক্ত জমিতে চলা অসামাজিক কর্মকাণ্ডও রোধ হবে।”

তিনি আরও জানান, ভবিষ্যতে উত্তর রাঙ্গুনিয়ায় এম্বুল্যান্স সেবা চালুর পরিকল্পনাও রয়েছে তাদের।

ইউএনও মো. কামরুল হাসান বলেন, “এটি প্রশংসনীয় উদ্যোগ। খেলাধুলা এবং পাঠাগারের মতো কার্যক্রম তরুণ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

 

একুশে সংবাদ/চ.প্র/এ.জে

Shwapno
Link copied!