AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৫ মে, ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঘোড়াশালে চালক আছানের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন



ঘোড়াশালে চালক আছানের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে কাভার্ডভ্যানচালক আহসান উল্লাহ আছানের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী, পরিবারের সদস্য ও তার চালক সহযোগীরা।

সোমবার (৫ মে) সকালে নরসিংদী প্রেস ক্লাবের সামনে এ বিক্ষোভ ও মানববন্ধন পালন করেন তারা।

এ সময় তারা বলেন, প্রকাশ্যে গুলি করে নির্মমভাবে নিরীহ এই চালককে হত্যা করা হয়। দীর্ঘদিন পার হলেও মূল অভিযুক্তদের গ্রেপ্তার করতে সক্ষম হয়নি পুলিশ। ফলে পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতার পাশাপাশি ছাড় পেয়ে যাচ্ছে হত্যাকারীরা। অতিদ্রুত তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।

এর আগে গত ১৩ এপ্রিল রাতে পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার কুমারটেক এলাকায় এক ওষুধ ফার্মেসির সামনে বসে থাকা অবস্থায় মোটরসাইকেল যোগে এসে দুজন দূর্বৃত্ত কাভার্ডভ্যানচালক আহসান উল্লাহ আছানকে গুলি করে পালিয়ে যায়। নিহত আহসান উল্লাহ আছান কুমারটেক গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে। তিনি পলাশ বাগপাড়া এলাকার প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্কের কাভার্ডভ্যানচালক ছিলেন।
 

 

একুশে সংবাদ/ন.প্র/এ.জে

Shwapno
Link copied!