রাজশাহীর তানোরে প্রেমঘটিত সম্পর্কের জেরে সাতদিন ধরে নিখোঁজ রয়েছেন বিএসসি অনার্স পাস করা যুবক চিত্তরঞ্জন পাল (২৬)। গত ২৭ এপ্রিল রবিবার ভোরে নিজ বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি তিনি। ছেলের খোঁজ না পেয়ে পরদিন পিতা মনোরঞ্জন পাল তানোর থানায় সাধারণ ডায়েরি (জিডি নং-১৩৫৩, তারিখ: ২৭/০৪/২০২৫) করেন।
চিত্তরঞ্জনের বাড়ি তানোর পৌর এলাকার কালীগঞ্জ পূর্ব রায়তান বড়শো (হাবিবনগর পালপাড়া) গ্রামে। পরিবার জানায়, চিত্তরঞ্জনের দীর্ঘদিনের প্রেম ছিল পাশের এলাকার এক কলেজছাত্রীর সঙ্গে। মেয়েটির ভাই এ সম্পর্কের বিরোধিতা করে এবং চিত্তরঞ্জনকে একাধিকবার হুমকি দেন বলে অভিযোগ। নিখোঁজের পরদিন ওই তরুণী ভাইকে সঙ্গে নিয়ে ‘চিকিৎসার নাম করে’ শহরে যান।
চিত্তরঞ্জনের পিতা জানান, ছেলের ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ, আত্মীয়-স্বজন বা বন্ধুদের কাছেও কোনো খোঁজ মেলেনি। তিনি জানান, "আমার ছেলে বেঁচে আছে না মারা গেছে, তাও নিশ্চিত নই। ছেলে আমার একটাই। আমরা দিশেহারা হয়ে পড়েছি।"
প্রেমিক যুগলের বেশকিছু চিঠি পাওয়া গেছে, যাতে প্রেমিকার পক্ষ থেকে চাপ ও হুমকির ইঙ্গিত রয়েছে। চিঠিতে লেখা ছিল:
"আমার বিয়ের কথা চলছে, তুমি কিছু একটা করো। তবে দাদা যেন বুঝতে না পারে। তোমাকে দেওয়া রুমাল কাউকে দেখাবে না, দাদা জানলে সমস্যা হবে।"
স্থানীয় বাসিন্দারা জানান, প্রেমিক-প্রেমিকার সম্পর্ক ছিল প্রকাশ্য এবং ছেলেটি বিয়ের প্রস্তাবও দিয়েছিল। মেয়ের ভাই একাধারে হুমকি দিয়ে আসছিলেন বলে এলাকাবাসী নিশ্চিত করেছেন। অনেকে ধারণা করছেন, নিখোঁজ হওয়ার ঘটনার পেছনে মেয়ের ভাইয়ের সম্পৃক্ততা রয়েছে।
তানোর থানার ওসি আফজাল হোসেন বলেন, “প্রযুক্তির সহায়তায় জানা গেছে, মেয়েটি ঢাকার বাড্ডা এলাকায় অবস্থান করছে। তবে ছেলেটির কোনো খোঁজ এখনও পাওয়া যায়নি। বিষয়টি তদন্তাধীন, শিগগিরই প্রকৃত ঘটনা উদ্ঘাটন হবে বলে আশা করছি।”
একুশে সংবাদ/রা.প্র/এ.জে
আপনার মতামত লিখুন :