শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সারা দেশের মতো ফরিদপুরের সদরপুরেও উদযাপিত হয়েছে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস ২০২৫।
বৃহস্পতিবার (১ মে) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা সভাকক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকিয়া সুলতানা।
সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রুবানা তানজিন, মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোফাজ্জল হোসেন, উপজেলা শিক্ষা অফিসার সদানন্দ পালসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, কারখানার মালিক, শ্রমিক প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা।
বক্তারা বলেন, শ্রমিকদের নিরাপদ ও স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ নিশ্চিত করতে মালিক-শ্রমিকের মধ্যে সুসম্পর্ক ও সহযোগিতা অত্যন্ত জরুরি। পাশাপাশি শ্রমিকদের সুরক্ষা ও মর্যাদা রক্ষায় সচেতনতা বাড়ানো প্রয়োজন বলে মন্তব্য করেন তারা।
একুশে সংবাদ//স.ফ.প্র//এ.জে
আপনার মতামত লিখুন :