মাগুরার শ্রীপুর উপজেলার বাগবাড়িয়া গ্রামে ময়না খাঁ (৭৫) নামের এক বৃদ্ধা আগুনে পুড়ে মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেছেন।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে বিড়ির আগুন থেকে বিছানায় আগুন ধরে যায়। এতে আগুন মুহূর্তেই ছড়িয়ে পড়লে বৃদ্ধা ময়না খাঁ মারাত্মকভাবে দগ্ধ হন। গুরুতর আহত অবস্থায় তাকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতাল হয়ে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত আনুমানিক ৩টার দিকে তিনি মারা যান।
স্থানীয়রা জানান, ময়না খাঁ প্রায় ৬ বছর ধরে অসুস্থতায় ভুগছিলেন এবং বিছানাশায়ী ছিলেন। তার ছয় কন্যা সন্তান বিয়ের পর থেকে তিনি স্ত্রীকে সঙ্গে নিয়ে ওই বাড়িতেই বসবাস করছিলেন। ঘটনার সময় তার স্ত্রী গ্রামের একটি ওষুধের দোকানে গিয়েছিলেন। ধারণা করা হচ্ছে, ময়নার জ্বালানো বিড়ির আগুন থেকে বিছানায় আগুন লাগে এবং তার শরীরের অধিকাংশ অংশ ঝলসে যায়। স্থানীয়রা প্রথমে তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে যান।
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী বলেন, “ময়না খাঁ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় এখনো পর্যন্ত পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি।”
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :