এবারে বাংলাদেশ ও ভারত সরকার প্রধানের মধ্যকার বৈঠকে প্রভূত্ব ও কৃতদাসের সম্পর্ক থেকে বেরিয়ে প্রতিবেশী বন্ধু সুলভ বন্ধুত্ব সম্পর্ক তৈরি হয়েছে। প্রতিবেশী রাষ্ট্র হিসেবে সমতার ভিত্তিতে বাংলাদেশ তাদের মর্যাদা ফিরে পেয়েছে হাসিনার পতনের মধ্য দিয়ে এমন মন্তব্য করেছেন কেন্দ্রীয় কৃষকদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল।
শুক্রবার(০৪ এপ্রিল) রাত ৯ টায় ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নওপাড়া গ্রামের সাবেক ছাত্রনেতা খন্দকার বিপ্লবের বাবাকে দেখতে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক বলেন, বিগত হাসিনার আমলে ভারত বাংলাদেশ মধ্যকার সম্পর্ক সম্মানজনক ছিল না, একটি আধিপত্যবাদ, প্রভুত্ব ও ক্রীতদাসের সম্পর্ক চলছিল সেটা একমাত্র শেখ হাসিনা তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য করেছিলেন। ভারতের সন্তুষ্ট রাখার জন্য বাংলাদেশের সব কিছু বিলিয়ে দিয়েছেন।
৫ আগস্টের পরে বাংলাদেশের মানুষের রক্ত স্নান বিপ্লবের পরে ভারত বিরোধী যে সেন্টিমেন্ট ছিল, সেই সেন্টিমেন্ট ধারণ করে বর্তমান সরকার প্রধান ডঃ মুহাম্মদ ইউনুস সাহেব একটা মর্যাদা সম্পন্ন সম্পর্ক দু-দেশের সমতার ভিত্তিতে যে ব্যাংককে প্রফেসর ইউনুস ও মোদির বৈঠক থেকে সেটাই মনে হয়েছে।
তিনি বলেন, আগামী দিনে একটি নির্বাচিত সরকার এলে বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা এক সাগর রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছি,তার সুফল মানুষ ভোগ করতে পারবে এবং ভারতের সঙ্গে বাংলাদেশের প্রতিবেশী সুলভ মর্যাদা সম্পন্ন বন্ধুত্ব সম্পর্ক নিয়েই এগিয়ে যাবে বাংলাদেশ এটা বাংলাদেশের মানুষের প্রত্যাশা, আমাদের দলেরও প্রত্যাশা।
তিনি বলেন, ভারত আমাদের শত্রু না,ভারত আমাদেরকে শাসন করবে আমাদের দামিয়ে রাখবে, তাহলে বাংলাদেশের মানুষ কখনোই তা মেনে নেবে না।
এ সময় উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক মুন্সি হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক আইয়ুব মোল্লা, ফরিদপুর জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনু, ভাঙ্গা উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক ফজলে সুবহান শামীম, উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি সাঈদ মুন্সী, সাধারণ সম্পাদক খন্দকার সামাদ প্রমূখ।
একুশে সংবাদ//এ.জে
আপনার মতামত লিখুন :