AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পীরগঞ্জে কৃষক বদরুলকে হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন ও জরিমানা


Ekushey Sangbad
আনোয়ার হোসেন আকাশ, রাণীশংকৈল, ঠাকুরগাঁও
১০:০২ পিএম, ২৯ জানুয়ারি, ২০২৫

পীরগঞ্জে কৃষক বদরুলকে হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন ও জরিমানা

ঠাকুরগাঁওয়ে এক কৃষককে হত্যার দায়ে চারজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়া তাদের ১ লাখ টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দিয়েছেন । বুধবার (২৯ জানুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবুল মনসুর মিঞা এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার পটুয়াপাড়া এলাকার কিশমত আলীর ছেলে আফসার আলী (পলাতক), আনছারুল ইসলামের ছেলে মিজানুর রহমান মিজান, মো. শহর আলীর ছেলে সুমন (পলাতক) ও রানীশংকৈল উপজেলার মধ্যবনগাঁও গ্রামের বাবুল হোসেনের ছেলে সাগর (পলাতক)।

জানা যায়, আসামিদের বিরুদ্ধে ১৮৬০ সালের দন্ডবিধির ৩০২/৩৪ ধারার অপরাধ রাষ্ট্রপক্ষ যুক্তিসঙ্গত সন্দেহাতীতভাবে প্রমাণিত করায় তাদের প্রত্যেককে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদন্ড ও এক লক্ষ টাকা জরিমানা অনাদায়ে আরও এক) বছরের সশ্রম কারাদন্ডের আদেশ দেন আদালত। এবং ১৮৯৮ সালের ফৌজদারী কার্যবিধি‍‍`র ৩৫ক ধারামতে আসামীদের ইতোপূর্বের হাজতবাস সাজার মেয়াদ হতে বাদ যাবে বলে রায়ে উল্লেখ করা হয়েছে।

মামলার সূত্রে জানা যায়, ২০১৩ সালের ১১ জুলাই জমির দ্বন্দ্বে কৃষক বাদল ওরফে বদরুলকে হত্যা করে পীরগঞ্জ উপজেলার হাজীপুর গ্রামের জনৈক পশুরামের আখ ক্ষেতে ফেরে রাখে আসামিরা। পরে ওই দিন নিহতের বড় ভাই বাবুল হোসেন পীরগঞ্জ থাকায় একটি হত্যা দায়ের করেন। আসামিরা আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দী দেন। এরপর মামলার দীর্ঘ শুনানি শেষে আজ আদালত রায় দেন।

এসময় মামলার সরকারি পক্ষের আইনজীবী ছিলেন- অ্যাডভোকেট আব্দুল হালিম। আর আসামি পক্ষের আইনজীবী ছিলেন মো. জিলুর রহমান।

 

একুশে সংবাদ/বিএইচ

Shwapno
Link copied!