AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাণীশংকৈলে এক কৃষকের ভুলে পুড়ল অন্য কৃষকের স্বপ্ন!


রাণীশংকৈলে এক কৃষকের ভুলে পুড়ল অন্য কৃষকের স্বপ্ন!

গম কেটে নেওয়ার পর জমিতে পড়ে থাকা অবশিষ্ট ডাটা জৈব সার তৈরির জন্য আগুন দিয়েছিলেন কৃষক কলিমুদ্দিন। চৈত্র মাসের প্রখর রোদ ও বাতাসে সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পাশের গম খেতে। এতে এক কৃষকের প্রায় ৮ বিঘা জমির গম খেত পুড়ে ভস্মীভূত হয়েছে। 

রবিবার (৭ এপ্রিল) বিকালে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার কাশিপুর ইউনিয়নের কামাত গ্রামে এ ঘটনা ঘটে। গমখেতের পাশাপাশি ভুট্টা খেতেরও ক্ষতি করেছে ওই আগুন। 

প্রত্যক্ষদর্শী ইউপি সদস্য আবু সালেহ বাবলু বলেন, গম কেটে নেওয়ার পর ওই জমিতে ধান খেত রোপণের জন্য গমের উচ্ছিষ্ট ডাটাতে আগুন দিয়েছিল পাশের গ্রাম কাদিহাট এলাকার কৃষক কলিমুদ্দিন। 

কিন্তু সেই আগুনের লেলিহান শিখা পাশের গম খেতে ছড়িয়ে পড়ে। মাঠে থাকা লোকজন চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণ করলেও সাবলু নামের এক কৃষকের ৮ বিঘা জমি পুড়ে গেছে। এতে প্রায় তার তিন লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে। স্বপ্ন পুড়ছে সেই কৃষক পরিবারের। 

ক্ষতিগ্রস্ত গমচাষি সাবুল হক বলেন, ‘অনেক আশা করেছিলাম গম কেটে বিক্রি করে ঈদে ছেলে মেয়েদের কাপড়-চোপড় কিনে দেব। কিন্তু আগুন সব ধ্বংস করে দিল। কলিমুদ্দিনের কাছে আমরা ক্ষতিপূরণ চেয়েছি। ক্ষতিপূরণ না দিলে মামলা করব।’ 

এদিকে এ ঘটনার পর থেকে কৃষক সাবুলকে স্হানীয় ইউপি সদস্যের জিন্মায়  রাখা হয়েছে। 

স্থানীয়রা জানায়, এই গরমে আগুন নিয়ন্ত্রণ করা অসম্ভব। অসচেতনতার কারণেই আগুনে কৃষকের স্বপ্ন পুড়ে গেছে। যত্রতত্র এভাবে আগুন দেওয়া বন্ধে স্থানীয় কৃষি অফিস ও ফায়ার সার্ভিসের উদ্যোগ গ্রহণ করা উচিত। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাণীশংকৈল উপজেলা কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম বলেন, ‘গম খেতে উচ্ছিষ্ট ডাটাতে আগুন দিলে পাশের খেত ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটা যেন কৃষকেরা না করে সে ব্যাপারে আমরা কৃষকদের সচেতন করার চেষ্টা করছি।’

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!