AB Bank
ঢাকা সোমবার, ০৬ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শ্রীপুরে সড়কে গাছ ফেলে ডাকাতি, আটক এক


শ্রীপুরে সড়কে গাছ ফেলে ডাকাতি, আটক এক

গাজীপুরের শ্রীপুরে সড়কে গাছ ফেলে ব্যারিকেড দিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে ডাকাতদের দা’য়ের কোপে দুই পুলিশ সদস্য আহত হয়। পরে পুলিশ ডাকাতদের ধাওয়া করলে পুলিশের ভ্যানের নিচে পড়ে ডাকাত দলের এক সদস্য গুরুতর আহত হয়েছে।

রোববার (০৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত দুইটায় উপজেলার মাওনা ইউনিয়নের মাওনা—কালিয়াকৈর সড়কের সিংগারদিঘি গ্রাামের (হাসিখালি ব্রিজ) এলাকায় এঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্যরা হলেন- শ্রীপুর থানায় কনস্টেবল রুহুল আমিন (২৫), সেলিম (৩৫) এবং ডাকাত সদস্য রুবেল মিয়া (২৭)। 
ডাকাত রুবেল শরিয়তপুর জেলার জাজিরা উপজেলার বড়কান্দি গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

পুলিশ জানায় সে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তাদেরকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে।

শ্রীপুর থানার উপ—পরিদর্শক (এসআই) এনায়েত কবির বলেন, রাত ২টার দিকে মাওনা—কালিয়াকৈর সড়কের সিংগারদিঘি গ্রাামের (হাসিখালি ব্রিজ) এলাকায় সড়কে গাছ ফেলে ডাকাতি হচ্ছে। এসময় মাওনা ইউনিয়নে রাত্রীকালীন টহল ডিউটিতে থাকা শ্রীপুর থানার সহকারী উপ—পরিদর্শক (এএসআই) আলিমের নেতৃত্বে চার পুলিশ সদস্য ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত সদস্যরা পুলিশের উপর হামলা করে। ডাকাতদের হামলায় কনস্টেবল রুহুল আমিন ও সেলিম গুরুতর আহত হয়। পরে পুলিশ ডাকাতদের ধাওয়া দিলে ডাকাতেরা দৌড়ে পালানোর সময় পুলিশ ভ্যানের নিচে পড়ে ডাকাত সদস্য রুবেল পায়ে আঘাত পেয়ে গুরুতর আহত হয়। পুলিশ ওই ডাকাত সদস্যকে আটক করে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌছে আহত দুই পুলিশ ও ডাকাত সদস্যকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেয়।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ফারাহ বিনতে ফারুক জানান, দুই পুলিশ সদস্য ও অপর এক ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) সাখাওয়াত হোসেন জানান, সড়ক ডাকাতির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হলে ডাকাতেরা পুলিশের ওপর হামলা করে। ডাকাতের হামলায় পুলেশের দুই সদস্য আহত হয়েছে। আটক ডাকাত সদস্য রুবেল পুলিশ হেফাজতে হাসপাতালে চিকিৎসাধীন হয়েছে।


একুশে সংবাদ/ট.স.প্র/জাহা

Link copied!