AB Bank
ঢাকা শুক্রবার, ১৭ মে, ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কোটচাঁদপুরে জীবন যুদ্ধে জয়ী ৫ নারী পেলেন ‘জয়ীতা’ সম্মাননা


কোটচাঁদপুরে জীবন যুদ্ধে জয়ী ৫ নারী পেলেন ‘জয়ীতা’ সম্মাননা

জীবন যুদ্ধে জয়ী ৫ নারীকে এ বছরও জায়িতা সন্মাননা প্রদান করা হয়েছে। শনিবার কোটচাঁদপুর উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়কের কার্যালয় এ সম্মাননা প্রদান করেন। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,উপজেলা নির্বাহী অফিসার উছেন মে। প্রধান অতিথি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শরিফুন্নেছা মিকি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান  রিয়াজ হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পিংকি খাতুন, মডেল থানার তদন্ত (ওসি) জগন্নাথ চন্দ্র, বীর মুক্তি যোদ্ধা সাবেক কমান্ডার তাজুল ইসলাম। 

এ ছাড়া উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফারজেল হোসেন মন্ডল, কৃষি অফিসার মহাসীন আলী,সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার, সমাজ সেবা কর্মকর্তা জহুরুল ইসলাম,পল্লী সঞ্চয় কর্মকর্তা চম্পা অধিকারী,  পৌর কাউন্সিলর জাহিদ হোসেন, কোটচাঁদপুর রিপোর্টার্স ক্লাব সাধারণ সম্পাদক সুব্রত কুমার, কোটচাঁদপুর রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বাশার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিলা বেগম। এর আগে দিবসটি উপলক্ষে মানববন্ধনও করা হয়।

এ বছরও সংশ্লিষ্টরা ৫ ক্যাটাগরিতে ৫ জন নারীকে জয়ীতা সম্মাননা প্রদান করেছেন। যার মধ্যে,রতনা খাতুন,জয়িতার সম্মাননা অর্জন করেছেন,অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জন করায়,শিক্ষা ও চাকুরীতে শর্মিলা আহমেদ, সফল জননী নারী হিসেবে শারজাহান বেগম,নির্যাতনের বিভিষীকা মুছে ফেলে নতুন উদ্যামে জীবন শুরু  করায় পেয়েছেন,হামিদা খাতুন, সমাজ উন্নয়নে অসামান্য অবদান জয়ীতা হয়েছেন,শহর বানু।

 নারীর জন্য বিনিয়োগ,সহিংসতা প্রতিরোধ এ প্রতিপাদ্যে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। অনুষ্ঠান সঞ্চালনা করেন,উপজেলা তথ্য সেবা কর্মকর্তা তানিয়া সুলতানা।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!