AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

এবার পথ দেখাবে জুতো!


Ekushey Sangbad

০৪:১৩ এএম, সেপ্টেম্বর ১, ২০১৪
এবার পথ দেখাবে জুতো!

একুশে সংবাদ : লাল জুতো পরলে শুধু বড় দিদিরাই নন চেয়ে থাকবেন আট থেকে আশি বয়সী সবাই। জুতোটি যে শুধু আপনার পাকে রাস্তার ধুলোবালি থেকে রক্ষা করবে তাই-ই নয়, ‘স্টাইল’ তো আছেই রয়েছে ‘স্মার্ট ফোন অ্যাপ্লিকেশন’৷ দেখাবে পথ। এই জুতোর নাম ‘লে চল’৷ নিজের গন্তব্যে পৌঁছতে ডাইনে যাবেন না বাঁইয়ে যাবেন তাও বলবে এই জুতো৷ আবার হেঁটে কতটা ক্যালোরি খোয়ালেন তারও হিসাব দেবে জুতো৷ ‘ব্লু টুথ’-এর সাহায্যে আপনার মোবাইল ফোনের মাধ্যমেই জুতো দেবে এসব যাবতীয় তথ্য৷দাম মাত্র সাত থেকে সাড়ে সাত হাজারের মধ্যে৷ ভাবছেন এ কী আশ্বর্য ‘জুতা আবিষ্কার’৷ অবাক হওয়ারই কথা৷ দুই অল্পবয়সী ইঞ্জিনিয়ারের হাত ধরেই এমন আশ্চর্য জুতো আসছে বাজার কাঁপতে৷ এদের মধ্যে একজন ইঞ্জিনিয়ার ভারতীয় বংশোদ্ভূত৷অনিরুদ্ধ শর্মা (২৮) এবং ক্রিসপিয়ন লওরেন্স (৩০) ইঞ্জিনিয়ারিং পাস করার পর তাদের মাথায় আসে এই ধারনা। ২০১১ সালে তারা এই আশ্চর্য জুতো তৈরি করতে বসলেন৷ প্রথমে তারা দু’জনে মিলেই শুরু করেছিলেন কাজ৷ কিন্তু দিন দিন তাদের ভাবনার প্রসার ঘটতে থাকে৷ প্রথমে তারা ভেবেছিলেন দৃষ্টিশক্তি কম মানুষের জন্যই কেবল তৈরি করবেন এই জুতো৷তারপর দেখলেন না৷ সবার কাজেই এই জুতো পৌঁছে দেবেন। তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে লাগল অ্যাপ্লিকেশনও৷ তাই সহযোগী হিসেবে নিয়ে নিলেন আরো কয়েকজনকে৷ এই জুতো তৈরির জন্য রয়েছে ৫০ জন সদস্য৷ সাংবাদিকদের অবাক জুতোর কাহিনী জাননোর পরই তা জনপ্রিয় হয়ে উঠেছে৷ প্রায় ২৫ হাজার মানুষ আগাম জুতো ‘বুকিং’ দিয়ে ফেলেছেন। প্রায় ১০০ জোড়া জুতো তৈরি হচ্ছে চীনে৷ আগামী এপ্রিল মাসের মধ্যেই জুতো তৈরির কাজ সম্পন্ন হবে বলেই আশা করছেন দুই তরুণ ইঞ্জিনিয়ার৷ দু’জনেই বলেন, আমরা সবাই বেড়ানোর সময় নিজের মোবাইল নিতে ভুলে যাই৷ কিন্ত্ত এই আশ্চর্য জুতো দোসর মোবাইল ফোনকে ছেড়ে এগোবে না এক পাও৷ একুশে সংবাদ ডটকম/আর/০১-০৯-০১৪:
Link copied!