AB Bank
ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঢাকা চিড়িয়াখানায় ৩১৪টি প্রাণী সংগ্রহের উদ্যোগ


Ekushey Sangbad

০৮:০৫ এএম, এপ্রিল ১৫, ২০১৪
ঢাকা চিড়িয়াখানায় ৩১৪টি প্রাণী সংগ্রহের উদ্যোগ

একুশে সংবাদ : ঢাকা চিড়িয়াখানার জন্য ৩৯ প্রজাতির আরো ৩১৪টি প্রাণী সংগ্রহের উদ্যোগ নিয়েছে সরকার। বর্তমানে চিড়িয়াখানাটিতে বিভিন্ন ধরনের দেড় হাজারের বেশি প্রাণি রয়েছে। নতুন করে প্রাণী সংগ্রহে একটি কর্মপরিকল্পনা চূড়ান্ত করেছে প্রাণিসম্পদ অধিদপ্তর। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অনুমোদনে পেলেই প্রাণীগুলো সরবরাহে দরপত্র আহ্বান করা হবে বলে জানিয়েছেন অধিদপ্তরের মহাপরিচালক শহীদুল ইসলাম। তিনি বলেন, ঢাকা চিড়িয়াখানাকে বিশ্বমানে উন্নীত করার প্রক্রিয়ার অংশ হিসাবে ৯ কোটি ৯৫ লাখ ৩০ হাজার টাকা ব্যয়ে বিভিন্ন ধরনের প্রাণী সংগ্রহের উদ্যোগ নেয়া হয়েছে। আন্তর্জাতিক বাজার থেকে শিম্পাঞ্জী, লাল বানর, গণ্ডার, উট পাখি, আফ্রিকান সিংহ, সাদা সিংহ, চিতা বাঘ, চিত্রা হায়েনা, সাদা পেলিকান পাখি, ধূসর পেলিকান পাখি, সালফার ক্রেস্টেড কাকাতুয়া, সারস, কেশোয়ারী পাখি সংগ্রহ করা হচ্ছে। আর অভ্যন্তরীণ বাজার থেকে ১৩ লাখ ৮৫ হাজার টাকায় ১৩ প্রজাতির ২০০টি প্রাণী ও পাখি সংগ্রহ করা হবে বলে জানান তিনি। ভোদড়, গোখরা সাপ, লাউডগা লাপ, দারাস সাপ, সোনালী সাপ, লালমুনিয়া পাখি, হোয়াইট পিংক কবুতর, আঁচিল মুরগি, ময়না, হলুদ টিয়া, তিতির কেনা হবে অভ্যন্তরীণ বাজার থেকে। দীর্ঘদিন ধরে প্রাণী সংগ্রহ না করা এবং বয়স্ক প্রাণিগুলো মারা যাওয়ায় ঢাকা চিড়িয়াখানার বিভিন্ন খাঁচা খালি হয়ে পড়েছে। একুশে সংবাদ ডটকম/এমপি/১৫-০৪-১৪
Link copied!