AB Bank
ঢাকা শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বীরসাভূমিতে মমতা-মিঠুন


Ekushey Sangbad

১০:০৬ এএম, এপ্রিল ৫, ২০১৪
বীরসাভূমিতে মমতা-মিঠুন

cccccccccccccএকুশে সংবাদ :  এবার ধানবাদের সভামঞ্চ থেকে দিল্লিতে পরিবর্তনের ডাক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷  শনিবার মমতা-মিঠুনের সভাকে কেন্দ্র করে ধানবাদে ছিল সাজসাজ রব৷ চড়া রোদ উপেক্ষা করে সকাল থেকেই ধানবাদের চিরকুণ্ডার সভামঞ্চে তৃণমূলের পতাকা হাতে দলে দলে যোগ দেন সাধারণ মানুষ৷ সভাকে কেন্দ্র করে ধানবাদের বাঙালি মহল্লা থেকে শ্রমিক মহল্লায় ছিল প্রবল উদ্দীপনা৷ ধানবাদে তৃণমূল নেত্রীর সভাকে কেন্দ্র করে সকাল থেকেই কার্যত অঘোষিত উত্সবের চেহারা নেয় গোটা শহর৷ অরণ্যের. অধিকার আদায়ের লড়াইয়ে স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে আগেই জায়গা করে নিয়েছে বীরসা মুণ্ডার সাঁওতাল পরগনা৷ এখনও জঙ্গলে কার্যত দেবতা রূপেই পুঁজিত হন বিরসা মুণ্ডা৷ স্বাধীনতার এত বছর পরও সাওতাল পরগনার আদিবাসী অধ্যুষিত এই এলাকায় অনুন্ন্য়নের ছোঁয়া৷ ধানবাদের সভামঞ্চে দাঁড়িয়ে সেই অনুন্ন্য়ন আর বঞ্চনার ইস্যুকেই হাতিয়ার করলেন মমতা৷ জানিয়ে দিলেন কেন্দ্রের বঞ্চনা সত্ত্বেও মাত্র আড়াই বছরে গোটা বাংলায় বিশেষত আদিবাসী অধ্যুষিত জঙ্গলমহলে যে উন্ন্য়ন হয়েছে ঝাড়খণ্ডেও সেই উন্নয়ন সম্ভব৷ একযোগে কংগ্রেস-বিজেপিকে তুলোধোনা করলেন নেত্রী৷ বললেন, দাঙ্গা আর দুর্নীতির সরকার মানুষ মেনে নেবেন না৷ ঝাড়খণ্ডের সঙ্গে বাংলার সম্পর্ক দীর্ঘদিনের৷ ঝাড়খণ্ডের মানুষকে জমিন-জল-জঙ্গলের অধিকার ফিরিয়ে দিতে বপরিকর তৃণমূল কংগ্রেস৷ এর আগে আসানসোলে সভামঞ্চে দাঁড়িয়ে নাম না করেই নরেন্দ্র মোদিকে তীব্র আক্রমণ করে মমতা বুঝিয়ে দেন, দাঙ্গায় অভিযুক্ত কাউকে প্রধানমন্ত্রী হিসাবে মানবেন না দেশবাসী৷  জানিয়ে দেন, ধর্মের নামে ভাগাভাগির রাজনীতি নয়৷ বাংলায় সমন্বয়ের পরম্পরা তৈরি করেছে তৃণমূলই৷ তাঁর কথায়, "যে দাঙ্গা করে সে কখনও দেশের প্রধানমন্ত্রী হবে না৷ দেশের মানুষের ভাবনা-চিন্তা অনেক উন্ন্ত, বোধবুদ্ধি অনেক বেশি৷" এমনকী, উন্ন্য়নের প্রশ্নেও মোদিকে তুলোধোনা করে মমতা বুঝিয়ে দেন গুজরাত নয়, বাংলাই হবে দেশের মডেল৷ গুজরাত নয় বাংলা মডেলেই ঝাড়খণ্ডের উন্ন্য়ন সম্ভব৷ পাশাপাশি কংগ্রেসের দুর্নীতি, শিল্পাঞ্চলে অনুন্ন্য়ন, বঞ্চনা ও  রাজ্য সরকারের উন্ন্য়নের খতিয়ান ধরে বুঝিয়ে দিলেন, কেন্দ্রের ক্ষমতার রাশ হাতে এলে বদলে যাবে শিল্পাঞ্চলের উন্নয়নের ছবিটাও৷ ধানবাদের সভামঞ্চ থেকেও সেই বার্তা দিয়ে ধানবাদের তৃণমূল প্রার্থী চন্দ্রশেখর দুবেকে বিপুল ভোটে জয়ী করার আবেদন জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ সাংসদ মিঠুন চক্রবর্তীকে নিয়ে এদিন সড়কপথে ধানবাদে পৌঁছন মমতা৷ ধানবাদের পর হেলিকপ্টারে রাচিতে আরও একটি সভায় যোগ দেওয়ার কথা রয়েছে তৃণমূল নেত্রীর৷ রাচির মোরাবাদী মাঠে তৃণমূল প্রার্থী বন্ধু তিরকে ও লোহারদাগা কেন্দ্রের তৃণমূল প্রার্থী চমরা লিন্ডার সমর্থনে এই সভা৷ সকাল থেকেই জোড়াফুল পতাকা হাতে সনাতন পোশাকে ধামসা-মাদল নিয়ে দলে দলে যোগ দেন সাঁওতাল পরগনার মানুষ৷ এদিকে প্রথম সভাতেই বাজিমাত করেছেন মিঠুন চক্রবর্তী৷ মোদির পাল্টা ‘হর ঘর দিদি বার বার দিদি' বা ‘বোতাম টিপব এখানে সরকার গড়ব দিল্লিতে'–মিঠুনের এই স্লোগানকে সামনে রেখেই রাজ্যজুড়ে জোর কদমে প্রচার শুরু করেছেন তৃণমূল কর্মীরা৷ সকাল থেকেই নতুন স্লোগানে পোস্টার তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে৷ মিঠুনের স্লোগানকে সামনে রেখেই এবার মোদির পাল্টা প্রচারে বাজিমাত করতে প্রস্ত্তত তৃণমূল কর্মী-সমর্থকরা৷ শনিবার সকাল থেকেই  মিঠুনের স্লোগানে প্রচারে ঝড় তুলতে দেখা গিয়েছে তৃণমূল প্রার্থীদেরও৷
Link copied!