AB Bank
ঢাকা রবিবার, ১৯ মে, ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

২০২০ সালটা কিভাবে সাজাবেন, দেখে নিন Holiday Calendar


Ekushey Sangbad

০৫:৪০ পিএম, জানুয়ারি ৪, ২০২০
২০২০ সালটা কিভাবে সাজাবেন, দেখে নিন  Holiday Calendar

একুশে সংবাদ : ৩১ ডিসেম্বর মানেই বছরের শেষ দিন। এই দিনটি শেষে বর্ষ বিদায় এবং নতুন বছরকে স্বাগত জানানোর পালা জমে। নতুন বছর মানেই নতুন নতুন পরিকল্পনা। তাই দেখে নিন কোন মাসে কবে ছুটি। ডিসেম্বর ৩১, মানে বছরের শেষদিন। ২০১৯ সাল কাটিয়ে ২০২০ সালকে বরণ করার শেষমুহুর্তের কাউন্টডাউন চলছে। মঙ্গলবার দিনশেষে বর্ষ বিদায় এবং নতুন বছরকে স্বাগত জানানোর পালা৷ আরও একটা নতুন বছরের শুরু৷ ২০২০ কে স্বাগত জানাতে তৈরি পশ্চিমবঙ্গের পাশাপাশি গোটা দেশ৷ নতুন বছর মানে নতুন নতুন পরিকল্পনা৷ দেখে নিন কোন মাসে কবে ছুটি৷ সদ্যই রাজ্য সরকার ২০২০ সালের ছুটির তালিকা প্রকাশ করেছে। সারা বছরের সেই তালিকায় পুজোয় টানা ১৫ দিন ছুটির কথা যেমন রয়েছে তেমনই রয়েছে অনেক চমক। এবার সরস্বতী পুজোতেই ক্যালেন্ডার চার দিনের ছুটির ব্যবস্থা করে দিয়েছে। ২০২০ সালের একনজরে পশ্চিমবঙ্গের ছুটির দিনগুলি: জানুয়ারি: ২০২০ সালের জানুয়ারি মাসের প্রথম দিন বুধবার ছুটি ৷ ১৫ জানুয়ারি বুধবার মকর সংক্রান্তি উপলক্ষ্যে ছুটি। ১২ জানুয়ারি রবিবার স্বামী বিবেকানন্দের জন্মদিন৷ ২৩ জানুয়ারি বৃহস্পতিবার নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন৷ ২৬ জানুয়ারি রবিবার প্রজাতন্ত্র দিবস৷ ৩০ জানুয়ারি বৃহস্পতিবার রয়েছে সরস্বতী পুজোর ছুটি৷ ফেব্রুয়ারি: এই মাসের ১৯ তারিখ বুধবার শিবজয়ন্তী৷ ২১ ফেব্রুয়ারি শিবরাত্রি উপলক্ষে ছুটি থাকবে৷ মার্চ: দোল ৯ মার্চ, সোমবার। পরের দিনটাও হোলির জন্য সরকারি ছুটি। সুতরাং, আগের শনি-রবি যোগ করলে সেই সময়েও চারদিনের লম্বা ছুটি অপেক্ষা করছে। এপ্রিল: এপ্রিল মাসের ১০ তারিখ শুক্রবার গুডফ্রাইডে। ১৪ এপ্রিল শুক্রবার পয়লা বৈশাখ এবং আম্বেদকরের জন্মদিনের ছুটি৷ মে: পয়লা মে শুক্রবার শ্রমদিবস৷ ৭ মে বৃহস্পতিবার বুদ্ধ পূর্ণিমা। ৮ মে শুক্রবার রবীন্দ্রজয়ন্তী৷ ২৪ মে রবিবার রমজান বা ঈদ-উল-ফিতরের ছুটি৷ জুলাই: এই মাসের ৩১ তারিখ শুক্রবার রয়েছে বকরি ঈদ বা ঈদ-উল-জোহা৷ অগাস্ট: ১৫ অগাস্ট শনিবার স্বাধীনতা দিবস। ২২ অগাস্ট শনিবার গণেশ চতুর্থী৷ সেপ্টেম্বর: সেপ্টেম্বর মাসের ১৭ তারিখ বৃহস্পতিবার মহালয়া৷ একই দিনে বিশ্বকর্মা পুজো। অক্টোবর: ২ তারিখ শুক্রবার গান্ধী জয়ন্তী৷ এছাড়া এই মাসেই দুর্গাপুজো৷ সেই উপলক্ষে ২৩ থেকে ২৬ অক্টোবর ছুটি থাকবে৷ অর্থাৎ ২৩ অক্টোবর শুক্রবার মহাসপ্তমী,যথাক্রমে শনিবার মহাঅষ্টমী,রবিবার মহানবমী, ২৬ অক্টোবর সোমবার বিজয়া দশমী৷ তাছাড়া এই মাসেই পড়েছে লক্ষ্মীপুজো৷ তাই ৩১ অক্টোবর শনিবার ছুটি৷ নভেম্বর: এই মাসের ১৪ তারিখ শনিবার দিওয়ালি৷ ৩০ নভেম্বর সোমবার গুরুনানক জয়ন্তী উপলক্ষে ছুটি থাকবে৷ ডিসেম্বর: ২৫ ডিসেম্বর শুক্রবার বড়দিন। সপ্তাহের শেষে টানা ছুটি পাওয়া যাবে। সদ্যই রাজ্য সরকার ২০২০ সালের ছুটির তালিকা প্রকাশ করেছে। বেশিরভাগ সরকারি ছুিটর দিনগুলি হয় পড়েছে সপ্তাহের মাঝে অথবা সপ্তাহের শেষে। যার জেরে অনেক ছুটিই মার যাচ্ছে। আইসি/ক.ক./০৪/০১/২০
Link copied!