AB Bank
ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ক্ষণস্থায়ী এই জীবনে চিরস্থায়ী বন্ধন সৃষ্টি করতে হবে: ভূমিমন্ত্রী


Ekushey Sangbad

০২:০৮ পিএম, এপ্রিল ১৬, ২০১৯
ক্ষণস্থায়ী এই জীবনে চিরস্থায়ী বন্ধন সৃষ্টি করতে হবে: ভূমিমন্ত্রী

একুশে সংবাদ : ক্ষণস্থায়ী এই জীবনে চিরস্থায়ী বন্ধন সৃষ্টি করতে হবে। সকলে যদি তাদের ওপর অর্পিত পবিত্র দায়িত্ব ঠিকভাবে পালন করতে পারে, তাহলে তারা কাজের মধ্য দিয়ে মানুষের মনে স্থান করে চিরস্থায়ী বন্ধন সৃষ্টি করতে পারবে। নতুন বছরে সকলের অঙ্গীকার থাকবে আমরা যেন সুন্দর ভাবে এবং সুনামের সাথে নিজ দায়িত্ব পালন করতে পারি। ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী গতকাল মন্ত্রণালয়ের সভা কক্ষে মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সাথে বাংলা নববর্ষে’র শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন। মন্ত্রী আরো বলেন, স্বাধীনতার অন্যতম চেতনা ছিল অসাম্প্রদায়িক বাংলাদেশ। অসাম্প্রদায়িকতার আলোকে দেশ গঠন করাই বঙ্গবন্ধুর আদর্শ ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন পৃথিবীর বুকে অন্যতম অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত। বাংলা নববর্ষ বাঙালির ধর্মনিরপেক্ষতা এবং অসাম্প্রদায়িক চেতনার প্রতীক। মন্ত্রী নতুন বছর যেন সবার জীবনে অনাবিল সুখ, সমৃদ্ধি ও শান্তি বয়ে আনবে এই আশা ব্যক্ত করেন। ভূমি সচিব (ভারপ্রাপ্ত) মোঃ মাক্ছুদুর রহমান পাটওয়ারী কর্মকর্তা-কর্মচারীদের নতুন বছরে নবোদ্যমে নিজেদের জনসেবায় নিয়োজিত করার আহ্বান জানান। একুশে সংবাদ // এস.পি.এই // ১৬.০৪.২০১৯
Link copied!