AB Bank
ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নড়াইলে বিশ্ব যক্ষাদিবস পালিত


Ekushey Sangbad

০৩:১০ পিএম, মার্চ ২৪, ২০১৮
নড়াইলে বিশ্ব যক্ষাদিবস পালিত

নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলে যথাযথভাবে বিশ্ব যক্ষাদিবস পালিত হয়েছে। জাতীয় যক্ষা নিয়ন্ত্রণ কর্মসূচি, স্বাস্থ্য অধিদফতর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এর আয়োজনে ২৪ মার্চ, শনিবার সকাল ১০টায় বিশ্ব যক্ষা দিবস পালিত হয়। “নেতৃত্ব চাই যক্ষা নির্মূলে, ইতিহাস গড়ি সবাই মিলে” স্লোগানে নড়াইল সিভিল সার্জন অফিসের সামনে থেকে নড়াইলে প্রধান প্রধান সড়কে র‌্যালি বের হয়।   র‌্যালি শেষে সিভিল সার্জন অফিসে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, নড়াইল সিভিল সার্জন মুন্সি আসাদুজ্জামান (টনি), পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক সহ হাসপাতালের ডাক্তার ও কর্মকর্তা, কর্মচারীগণ। এসময় সিভিল সার্জন বলেন, আগে আমাদের সকলের ধারনা ছিল যক্ষা হলে রক্ষা নাই। কিন্তু বর্তমান সময়ে এ কথার আর কোন ভিত্তি নাই। যক্ষা রোগটি নিয়মিত ঔষুধ সেবনের মাধ্যমে নিয়ন্ত্রণে আনা সম্ভব। যক্ষা হলো ভয়ের কিছুই নাই। নিয়মিত যক্ষার ফুল কোর্স ঔষুধ খেলে যক্ষা ভালো হয়।   পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন সিভিল সার্জনের বক্তব্যের সঙ্গে তাল মিলিয়ে বলেন, যক্ষা তেমন কোন মারাত্মক ব্যধি নয়। বর্তমানে যক্ষার ঔষুধ তৈরি হয়েছে। নিয়মিত ঔষুধ খেলে যক্ষা পুরোপুরি ভালো হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক সহ হাসপাতালের ডাক্তার ও কর্মকর্তা, কর্মচারীগণ।           একুশে সংবাদ // এস.উজ্জল // ২৪.০৩.২০১৮
Link copied!