AB Bank
ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দাঁড়ি রাখুন, সুস্থ থাকুন!


Ekushey Sangbad

০২:৩৮ পিএম, জানুয়ারি ২০, ২০১৫
দাঁড়ি রাখুন, সুস্থ থাকুন!

একুশে সংবাদ : হলিউডের জর্জ ক্যুনি কিম্বা বলিউডের রণবীর সিং, দাঁড়িতে ভালোই মানিয়েছে তাদের। আর হয়তো তাই হালের ফ্যাশনের সাথে তাল মিলিয়ে আজকাল অনেক তরুণকেই দেখা যাচ্ছে দাঁড়ি রাখতে। অনেকের মত, গাল ভর্তি দাঁড়িতে তাদের বেশ দেখায়, আর তাই তারা নিজেদের চেহারায় আকর্ষণ বাড়াতে রাখছেন দাঁড়ি! আবার কারও মতে, এটা নিঃসন্দেহে ‘সময় বাঁচায়’। দাঁড়ির উপকারিতার কথা কি শুধু এতো টুকুই? বিজ্ঞান বলছে দাঁড়ির কিছু স্বাস্থ্য-গুনও রয়েছে। দাঁড়ি পুরুষের ত্বককে সূর্যের ক্ষতিকর অতিবেগুনী রশ্মি থেকে রক্ষা করে। ফলে অতিবেগুনী রশ্মির কারণে হওয়া ত্বকের নানা সমস্যা যেমন লাল লাল ফুসকুড়ি এমন কি ত্বকের কর্কট রোগেরও সম্ভাবনা কমে যায়। দাঁড়ি আর গোঁফ আপনার ত্বকের পরিশোধক হিসেবে কাজ করে। তাই অ্যালার্জি সৃষ্টিকারী পদার্থ আপনার নাকে-মুখে সহজে ঢ়ুকতে পারেনা। ফলে ত্বকের অ্যালার্জি আর ইনফেকশন তুলনামূলকভাবে কম হয়। তবে অবশ্যই আপনাকে আপনার দাঁড়ি ও গোঁফ নিয়মিত ধুয়ে নিতে হবে। দাঁড়ি রাখার ফলে আপনার ত্বক হয়ে ওঠে আরও মসৃণ আরও তরুণ। দাঁড়ি কাটতে গিয়ে গাল কাটেন নি এমন মহাপুরুষ নেই বল্লেই চলে।তাই গালে কাটা ছেঁড়ার দাগ থাকাটা খুবই স্বাভাবিক ব্যাপার। আর বারবার দাঁড়ি কামানোর কারনে মুখের ত্বকটাও হয়ে যেতে থাকে রুক্ষ। আর তাই দাঁড়ি রাখলে শুধু যে মুখের কাটা ছেঁড়ার দাগটাই যাচ্ছে তা নয়, ত্বকও দেখায় তরুণ প্র্কৃতিক ভাবেই। দাঁড়ি পুরুষের ত্বকের জন্য প্রাকৃতিক মশ্চারাইজার হিসেবে কাজ করে। যারা নিয়মিত দাঁড়ি কামান, ঋতু পরিবর্তনে তাপমাত্রার তারতম্যের প্রভাবে তাদের ত্বক শুষ্ক হয়ে ওঠে। সেইসাথে শেভিং-ক্রিমসহ অন্যান্য প্রসাধনীর ব্যবহারে ত¦কের স্বাভাবিক আদ্রতা হারিয়ে যেতে থাকে। ত্বকের রয়েছে নিজস্ব আদ্রতা ধরে রাখার জন্য মেদবহুল গ্রন্থি। এর থেকে প্রাকৃতিক তেল নিঃসৃত হয়ে ত্বকের আদ্রতা বজায় রাখে। রেজরের বারবার ব্যবহার ত্বকের এই গ্রন্থিকে ক্ষতিগ্রস্ত করে। তাই দাঁড়ি রাখলে তা এই গ্রন্থির কার্যক্রম স¦াভাবিক রাখতে সাহায্য করে। এছাড়াও এটি আকস্মিক জলবায়ু পরিবর্তনের কারনে হওয়া ঠা-া-কাশি প্রতিরোধ করে। বাইরের তাপমাত্রা থেকে ত্বককে বাচাঁতে দাঁড়ি তাপ-নিরোধক হিসেবেও কাজ করে। সেইসাথে, শরীরের তাপমাত্রা ধরে রেখে ঠা-ার সময় আপনার মুখ আর গলাকে গরম রাখে। আর তাই গত নভেম্বরের ‘নো-শেভ নেেভম্বর’ উদযাপন করতে যারা দাঁড়ি না কামিয়ে তোড়জোড় করে ফেসবুকে হ্যাশ-ট্যাগ দিয়েছেন, তাদের বলছি, শরীর সুস্থ রাখতে দাঁড়ি না কামানোর জন্য এখন নভেম্বরের অপেক্ষা করার কোন কারন নেই। আর বোনাস হিসেবে ফ্যাশনের সাথে তাল মিলিয়ে নতুন লুক আনা তো আছেই! একুশে সংবাদ ডটকম/আর/২০-০১-০১৫:
Link copied!