AB Bank
ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দীর্ঘ দাম্পত্যের গোপন রহস্য


Ekushey Sangbad

১১:৪৬ এএম, নভেম্বর ১৯, ২০১৪
দীর্ঘ দাম্পত্যের গোপন রহস্য

একুশে সংবাদ : অনেকেই বিয়ের ১৫-২০ বছর পর বলে থাকেন এতোগুলো বছর তোমার সঙ্গে কাটিয়ে দিলাম, মনে হচ্ছে সেদিন যেনো আমাদের বিয়ে হলো। কিন্তু এই দীর্ঘ দাম্পত্যের রহস্য কী? প্রথমত, নারী এবং পুরুষ উভয়কেই শ্বশুরবাড়ির আত্মীয়দের প্রতি শ্রদ্ধাবোধ রাখতে হবে। ইদানিং বিবাহ-বিচ্ছেদের হার অনেক বেড়েছে। এই বিচ্ছেদের অন্যতম কারণ শ্রদ্ধাবোধের অভাব। দীর্ঘ দাম্পত্যের গোপন রহস্য দ্বিতীয়ত, সব সম্পর্কেই অপর পক্ষের সহযোগী মনোভাবের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। আপনি হয়তো প্রতিদিন সংসারের কাজ, সন্তান এবং অফিস নিয়ে অনেক ব্যস্ত। কিন্তু এরপরেও শুধুমাত্র জীবনসঙ্গীর জন্যে মাত্র ১৫ মিনিট সময় বের করবেন। প্রতিদিন ১৫ মিনিট কোনো সাংসারিক কথা নয়, নিজেদের কথা বললেন দেখবেন সম্পর্কে কখনো ভাটা পড়বে না। দীর্ঘ দাম্পত্যের গোপন রহস্য তৃতীয়ত, দীর্ঘ দাম্পত্যের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো গুরুত্ব এবং সম্মান। একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ না থাকলে কোনো সম্পর্কই টিকে থাকে না। একে অপরের প্রতি আধিপত্য বিস্তার করবেন না, বরং ভালোবাসা দিয়ে জয় করুন। বিয়ে করেছেন এর অর্থ এই নয় যে, একে অপরকে কিনে নিয়েছেন। দীর্ঘ দাম্পত্যের গোপন রহস্য আপোষ করলে অনেকে এটিকে দুর্বলতা মনে করতে পারেন। তবে সংসারের সুখের জন্যে এবং অপরের ভালো জন্যে মাঝে মাঝে আপোষ করলে ক্ষতি নেই। আর্থিক স্বচ্ছতা বজায় রাখা। সংসারে হয়তো দুজনেই উপার্জন করেন, হয়তো একজন করেন। তাতে কিছু যায় আসে না। বরং আর্থিক দিক থেকে একে অপরের কাছে স্বচ্ছ থাকবেন। তাহলে দুজনের মধ্যে বিশ্বাস আরো দৃঢ় হবে। একুশে সংবাদ ডটকম/আর/১৯-১১-০১৪:
Link copied!