AB Bank
ঢাকা রবিবার, ১৯ মে, ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিয়ের জন্য পাত্রী দেখতে যাচ্ছেন? মনে রাখুন ৫টি বিষয়!


Ekushey Sangbad

০৮:৩১ এএম, অক্টোবর ২৩, ২০১৪
বিয়ের জন্য পাত্রী দেখতে যাচ্ছেন? মনে  রাখুন ৫টি বিষয়!

একুশে সংবাদ : ইদানীং যদিও আগের যুগের মতো ঘটা করে পাত্রী দেখতে যাওয়া হয়ে উঠে না কারোই, তারপরও এখনো পাত্রী দেখতে যাওয়ার ট্র্যাডিশনটা ঠিকই চালু রয়েছে। এখনো অনেকেই প্রেমের বিয়ে না করে পাত্রী দেখে বিয়ে করাতেই স্বাচ্ছন্দ্যবোধ করে থাকেন। কিন্তু পাত্রী দেখতে যাওয়া তো মুখের কথা নয়। হুটহাট সিদ্ধান্তেও তা হয় না। অনেক ভেবে চিন্তেই কাজ করতে হয়। তাই আগে থেকেই কিছু ব্যাপারে ভেবে রাখা উচিৎ। এবং কিছু বিষয় অবশ্যই মাথায় রাখা দরকার। নিজেকে ভালো করে গুছিয়ে নিন : পরিপাটি করে নিজেকে গুছিয়ে নিন। আপনি পাত্রী দেখতে যাচ্ছেন বলেই যে শুধু পাত্রী নিজেকে গুছিয়ে নিয়ে আসবে তা কিন্তু নয়। আপনাকেও অনেকটা গোছানো থাকতে হবে। মানসিক দিক থেকে নিজেকে গুছিয়ে নিন। নার্ভাস বোধ করবেন না বা উত্তেজনায় এমন কিছু করবেন না যা আপনার জন্য খারাপ হয়। অদ্ভুত ধরণের কোনো আচরণ করবেন না : আজকাল আর আগের মতো হেঁটে দেখাও, লিখে দেখাও ধরণের অদ্ভুত কাজ বা প্রশ্ন কেউ করেন না। তাই এই কাজটি না করার ব্যাপারে সতর্ক থাকুন। নিজের অভিভাবককেও ভালো করে বুঝিয়ে রাখুন এই ব্যাপারে। পাত্রী ভালোভাবে দেখার আশায় অদ্ভুত কিছু করে বসবেন না। এতে করে আপনার ইমেজ খারাপ হয়ে যাবে প্রথমেই। এমন কোনো কাজ করবেন না যাতে করে পাত্রী বিব্রতকর পরিস্থিতিতে পরে যান। পরিস্থিতি বুঝে কাজ করুন এবং কথা বলুন : অনেকে বাসায় গিয়ে পাত্রী না দেখে ইদানীং রেস্টুরেন্ট, পার্ক বা শপিংমলে পাত্রী দেখতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। এছাড়া আজকাল সব সময় অভিভাবকগনও সাথে থাকেন না। বন্ধু বান্ধব নিয়েও পাত্রী দেখতে চলে যাওয়া হয়। যদি তাই হয় তাহলে পরিস্থিতি বুঝে কথা বলুন। পাত্রীর সাথে কোথায় দেখা করতে গিয়েছেন সাথে, কে আছেন তা বুঝে সেই হিসেবে কথা বলবেন। নিজের মতামত কৌশলে পাত্রীকে জানিয়ে দিয়ে আসুন : সরাসরি অনেকেই কথা বলতে পারেন না। এসকল ব্যাপারে সরাসরি কথা বলা যায়ও না অবশ্য। তাই পাত্রীকে নিজের মতামত কৌশলে জানিয়ে দিন। এবং নিজেও পাত্রীর মতামত জানার চেষ্টা করুন। অবশ্য এটি প্রাথমিক পর্যায়ের। কারণ এক দিন দেখেই আপনাকে জীবনের সিদ্ধান্ত নিতে বলা হচ্ছে না। জানানোর কারণ হচ্ছে, তা না হলে আপনাদের দুজনের ভুল বুঝাবুঝিতে পরিবার সমস্যায় পড়তে পারে। অনেকে মনে করেন পছন্দ না হলে যোগাযোগ না করাই ভালো। কিন্তু এটি উচিৎ নয়। হুট করে সিদ্ধান্ত নিয়ে ফেল : একটি দিন দেখে মানুষ চেনা যায় না। বোঝাও যায় না। তাই প্রথমিক পর্যায়ে আপনাদের একে অপরের প্রতি কৌতূহল রয়েছে বুঝে নিয়ে পরবর্তীতে পরিবারের সকলের সম্মতিতে নিজেরা সময় কাটানোর চেষ্টা করে দেখতে পারেন। এবং তারপরই কোনো সিদ্ধান্ত নিতে যাবেন। একুশে সংবাদ ডটকম/ডেস্ক/২৩.১০.২০১৪
Link copied!