AB Bank
ঢাকা শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গাজীপুরের ৩টি দূষণকারী ডাইং কারখানার ৩০ লাখ টাকা জরিমানা


Ekushey Sangbad

০৬:৩০ এএম, অক্টোবর ১৫, ২০১৪
গাজীপুরের ৩টি দূষণকারী ডাইং কারখানার ৩০ লাখ টাকা জরিমানা

একুশে সংবাদ : পরিবেশ ও প্রতিবেশগত ক্ষতিসাধনের জন্য গাজীপুর জেলার ৩টি দূষণকারী ডাইং কারখানাকে ৩০ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট উইং। মঙ্গলবার(১৪ অক্টোবর) পরিবেশ অধিদপ্তরে শুনানি শেষে এ জরিমানা করা হয়। অধিদপ্তর তথ্য মোতাবেক, ঢাকা মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্টের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সেলিম রেজার নেতৃত্বে একটি টিম গত ২৯/০৯/২০১৪ তারিখে গাজীপুর জেলার বিভিন্ন ডাইং ও ওয়াশিং কারখানা পরিদর্শন করেন। পরিদর্শনকালে বাইপাসের মাধ্যমে অপরিশোধিত তরল বর্জ্য সরাসরি পার্শ্ববর্তী জলাশয়ে নির্গত করে পরিবেশ, প্রতিবেশ ও জলজ জীববৈচিত্র্যের মারাত্মক ক্ষতিসাধনের প্রমাণ পায়। তারই প্রেক্ষাপটে গাজীপুরের কালিয়াকৈর- চন্দ্রা এলাকার আয়মান টেক্সটাইল অ্যান্ড হোসিয়ারি লিমিটেডকে ১৮ লাখ টাকা এবং ইটিপি বন্ধ রেখে কারখানা পরিচালনা করে পরিবেশ, প্রতিবেশ ও জলজ জীববৈচিত্র্যের ক্ষতিসাধনের অপরাধে সাদাত কম্পোজিট নিট ইন্ডাঃ লিঃ, শিনাবাহা, সফিপুর, কালিয়াকৈর, গাজীপুর-কে ৮ লক্ষ টাকা; একই অপরাধে একই এলাকার সাত্তার টেক্সটাইল মিলসকে-৪ লাখ টাকা জরিমানা করা হয়। অধিদপ্তরের শুনানিতে অংশগ্রহণকারী বর্ণিত প্রতিষ্ঠানসমূহের পক্ষে উপস্থিত মালিক/প্রতিনিধিরা অপরাধ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন এবং প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণের অঙ্গীকার করেন। একুশে সংবাদ ডটকম/আর/১৫-১০-০১৪:
Link copied!