AB Bank
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিএনপি’র নেতারা দল ছাড়ছেন: তথ্যমন্ত্রী


Ekushey Sangbad

০৭:৪৮ পিএম, নভেম্বর ১২, ২০১৯
বিএনপি’র নেতারা দল ছাড়ছেন: তথ্যমন্ত্রী

একুশে সংবাদ : বিএনপি’র নেতিবাচক রাজনীতির কারণে সিনিয়র নেতারা দল ছাড়ছেন, বলেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ। আজ বাংলাদেশ সচিবালয়ে নিজ দপ্তরে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে মন্ত্রী একথা বলেন। ‘বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর বাবু গতকাল বলেছেন, বিএনপি হচ্ছে একটি বটগাছ, যার নিচে মানুষ আসবে, বিশ্রাম নিয়ে চলে যাবে’- এ মন্তব্যের প্রতি তথ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, ‘বিএনপি থেকে তাদের সিনিয়র নেতৃবৃন্দ দল ত্যাগ করে চলে যাচ্ছে, বিএনপি ছেড়ে যাচ্ছে, সেই ছেড়ে যাওয়া লিস্টে আরো বহুজন আছে। এই হতাশাজনক পরিস্থিতিতে গয়েশ্বর বাবু হতাশা কাটানো আর আত্মতুষ্টির জন্য এই কথা বললেও তাদের দল ত্যাগ করা তারা ঠেকাতে পারবেন না। ‘বিএনপি নেতিবাচক রাজনীতি করে’ উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘তাদের (বিএনপি’র) রাজনীতি গত এগারো বছরে মানুষের কল্যাণে আবর্তিত হয়নি। তাদের রাজনীতি সবসময় আবর্তিত হয়েছে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং খালেদা জিয়া- তারেক জিয়ার মামলা-মুক্তি এই বিষয়গুলো নিয়েই। সেই কারণেই তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, তাদের দলের নেতারাও দল ছেড়ে চলে যাচ্ছে।’ মন্ত্রী বলেন, ‘এছাড়া বিদেশ থেকে যেভাবে দলকে নিয়ন্ত্রণ করা হয়, তাতে তাদের দলের মধ্যে আভ্যন্তরীণ গণতন্ত্র বলে কোনো কিছু নেই। এখানে স্থায়ী কমিটির সদস্যরা কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না। সিদ্ধান্ত আসে বিদেশ থেকে। সে কারণেই তাদের নেতারা আজকে দল থেকে বেরিয়ে যাচ্ছে। এ সময় ‘বিএনপি ছেড়ে যাওয়া নেতারা আওয়ামী লীগে যোগ দিতে পারবে কি না’- সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে ড. হাছান মাহমুদ বলেন, ‘বিএনপির অনেক নেতাই দল ছেড়ে যাওয়ার জন্য অনেকদিন ধরে চিন্তাভাবনা করছেন এবং আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে যোগাযোগ রাখছেন। কিন্তু আওয়ামী লীগ যাকে-তাকে দলে নেয়ার জন্য বসে নেই; আওয়ামী লীগ সংগ্রামের মধ্য দিয়ে, জনগণের মধ্য দিয়ে আসা একটি দল; আওয়ামী লীগে যোগদান করতে চাইলেই সবাইকে নেয়া সম্ভবপর নয়।’ মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গাদের ওপর নির্যাতনের বিচার ও তাদের নাগরিকদের দেশে ফিরিয়ে নেয়ার জন্য আন্তর্জাতিক আদালতে গাম্বিয়া যে মামলাটি করেছে, সে বিষয়ে সাংবাদিকবৃন্দ তথ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে ড. হাছান মাহমুদ বলেন, গাম্বিয়া আসলে ওআইসি’র সিদ্ধান্তক্রমে মামলাটি করেছে। আপনারা জানেন, কিছু দিন আগে ওআইসি সম্মেলনের সিদ্ধান্তক্রমে গাম্বিয়া ওআইসি’র পক্ষ থেকে ইন্টারন্যাশনাল কোর্ট অভ্ জাস্টিসে মামলা দায়ের করে এবং এই মামলার সাথে ৫৬টি ওআইসিভুক্ত দেশের রেজুলেশন যুক্ত আছে। তমন্ত্রী বলেন, ‘যখন মিয়ানমার থেকে রোহিঙ্গাদের বিতাড়িত করা হচ্ছিল, তাদের ওপর নির্যাতন চালানো শুরু হয়েছিল, তাদের ওপর মানবতার বিরুদ্ধে অপরাধ সংগঠিত হওয়া শুরু হয়েছিল, তখন কিন্তু ওআইসি সম্মেলন ডাকেনি বরং এরপরে বাংলাদেশের উদ্যোগের প্রেক্ষিতে ওআইসি সম্মেলন ডেকেছিল। সম্প্রতি ওআইসি’র আরো একটি সম্মেলনের সিদ্ধান্তক্রমেই ওআইসি'র পক্ষ থেকে গাম্বিয়া এই মামলাটি করেছে কোর্ট অভ্ জাস্টিসে, যেখানে অন্যান্য দেশের সাথে গাম্বিয়া এবং মিয়ানমারও ‘সিগনেটরি’। আমি মনে করি, এই মামলার প্রেক্ষিতে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ আরো বাড়বে। এবং আশা করবো, তারা আরো দ্রুত তাদের নাগরিক রোহিঙ্গাদের তাদের দেশে ফিরিয়ে নিয়ে যাবে।’ এস.পি.এই // ১২.১১.২০১৯
Link copied!