AB Bank
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সিংড়ায় প্রকাশ্যে গুলি করে হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড


Ekushey Sangbad

০৩:২৭ পিএম, আগস্ট ১৯, ২০১৮
সিংড়ায় প্রকাশ্যে গুলি করে হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

একুশে সংবাদ : নাটোরের সিংড়ায় আবদুল কাদের দুদুকে প্রকাশ্যে গুলি করে হত্যা মামলায় পাঁচ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। ওই একই মামলায় আরও দুই আসামির যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ রবিবার দুপুরে নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ সাইফুর রহমান সিদ্দীক এই আদেশ দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন-সিংড়া উপজেলার বিয়াস গ্রামের মোজাহার আলীর ছেলে হাফিজুর রহমান, খলিরুর রহমানের ছেলে বুলু, খবির উদ্দিনের ছেলে খলিল, রহেদের ছেলে মজিবর ও মনির হোসেন গুরুদাসপুর উপজেলার যোগেন্দ্রনগর বিলহরিবাড়ী এলাকার আবুলের ছেলে। যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন, গুরুদাসপুর উপজেলার বয়েন উদ্দিনের দুই ছেলে আব্দুল হাকিম ও নজরুল ইসলাম। মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০০৪ সালের ৩ ফেব্রুয়ারি ভোরে সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নের বিয়াস গ্রামে নিজ বাড়ি থেকে আব্দুল কাদের দুদুকে আসামি বুলুর সাথে দেখা করার কথা বলে প্রতিবেশী নজরুল ও হাফিজুর ডেকে নিয়ে যায়। তারা আব্দুল কাদেরকে বিয়াস বাজারে একটি গাছের সাথে বেধে রেখে নির্যাতন করে। এ সময় খবর পেয়ে কাদেরের স্ত্রী জয়নব বিবি ঘটনাস্থলে ছুটে যান এবং স্থানীয়দের সহায়তায় স্বামীকে বেধে রাখার কারণ জানতে চান। মামলার দণ্ডপ্রাপ্ত আসামিরা নির্মানাধীন একটি হাসপাতালের কন্সট্রাকশন কাজের জন্য দুদুর করা চাঁদাবাজীর মামলার কথা বলে। এ সময় তারা বলেন, প্রকাশ্যে কাদেরকে গুলি করে মারা হবে। এ কথা বলার সাথে সাথেই আসামী বুলু হাতে থাকা কাটা রাইফেল দিয়ে দুদুকে গুলি করেন। এতে ঘটনাস্থলেই দুদুর মৃত্যু হয়। এ ঘটনায় দুদুর স্ত্রী জয়নব বিবি বাদী হয়ে বুলুসহ ৯ জনকে আসামি করে ওইদিন দুপুরে সিংড়া থানায় একটি মামলা দায়ের করেন। দীর্ঘ ১৩ বছর ধরে মামলায় উভয়পক্ষের শুনানির পর রোরবার এ রায় দেওয়া হয়। একুশে সংবাদ // এস.ক.ক // ১৯.০৮.২০১৮
Link copied!