AB Bank
ঢাকা শুক্রবার, ১০ মে, ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আরব আমিরাতে হস্তান্তর হলো গুয়ান্তানামো বে কারাগারের ৫ বন্দি


Ekushey Sangbad

০৬:৫৪ পিএম, নভেম্বর ১৬, ২০১৫
আরব আমিরাতে হস্তান্তর হলো গুয়ান্তানামো বে কারাগারের ৫ বন্দি

একুশে সংবাদঃ গুয়ান্তানামো বে কারাগারের ৫ বন্দিকে সংযুক্ত আরব আমিরাতে হস্তান্তর করা হয়েছে। বিতর্কিত এ সামরিক কারাগার বন্ধ কার্যক্রম প্রক্রিয়ার অংশ হিসেবে স্থানীয় সময় রবিবার তাদের হস্তান্তর করার বিষয়টি ঘোষণা করে যুক্তরাষ্ট্র। খবর এনডিটিভির। এ ৫ জনের হস্তান্তর প্রক্রিয়া সম্পাদনের পর কারাগারটিতে এখন বাকি রইল ১০৭ জন বন্দি। এরা হলেন— আলি আহমাদ মোহাম্মদ আল-রাজিহি, খালিদ আব্দ-আল-জব্বার মোহাম্মদ উথমান আল-কাদাসি, আদিল সাঈদ আল-হাজ্জ উবায়েদ আল-বুসেইস, সুলায়মান আওয়াদ বিন উকায়েল আল-নাহদি এবং ফাহমি সালেম সাঈদ আল-আসানি। এ দিকে, মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, গুয়ানতানামো বন্ধে আরব আমিরাত সরকারের অব্যাহত সহযোগিতার জন্য মার্কিন প্রশাসন তাদের প্রতি কৃতজ্ঞ। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলার পর কারাগারটি খোলা হয়। এখানকার বন্দিদের ‘শত্রু যোদ্ধা’ মনে করা হয় এবং তাদেরকে কোনো আইনগত অধিকার দেয়া হয় না। অর্থাত্ তারা কোনো অভিযোগ বা বিচার ছাড়াই বহু বছর ধরে জেল খেটে যান। তবে দেরিতে হলেও এসব বন্দির বিভিন্ন দেশে পুনর্বাসিত করে বন্দিদের সংখ্যা কমিয়ে আনা হয়েছে।     একুশে সংবাদ ডট কম/ আলম গীর হােসেন/ ১৬.১১.২০১৫
Link copied!