AB Bank
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

টেস্ট ছাড়াই অন্তঃসত্ত্বা কি না সহজে জেনে নিন


Ekushey Sangbad

০৫:১৪ পিএম, আগস্ট ১৬, ২০১৫
টেস্ট ছাড়াই অন্তঃসত্ত্বা কি না সহজে  জেনে নিন

একুশে সংবাদ : ‘মা’ হওয়ার ইচ্ছা প্রতিটি মেয়ের মধ্যেই থাকে৷ তবে আকস্মিক প্রেগন্যান্সিতে অনেকেই প্রথমে টেস্ট করাতে যেতে চান না৷ বিশেষত অপ্রত্যাশিত প্রেগন্যান্সির ক্ষেত্রে এই সমস্যা বেশি দেখা যায়৷ এক্ষেত্রে আপনি বাড়িতেই কিছু প্রেগন্যান্সি টেস্ট করাতে পারেন৷ প্রেগন্যান্সির কিছু সম্ভবনা যদি আপনার মধ্যে থেকে থাকে তাহলে প্রথমে আপনি ঘরেরই নিত্যপ্রয়োজনীয় কিছু জিনিষ দিয়ে টেস্ট করতে পারেন৷ ১. ব্লিচিং পাউডার শুনতে অবাক লাগলেও ব্লিচিং পাউডার দিয়ে টেস্ট করেই বুঝতে পারেন আপনি অন্তঃসত্ত্বা কি না৷ এক্ষেত্রে আপনাকে আধকাপ ব্লিচিং পাউডার নিতে হবে৷ দিনের প্রথম ইউরিন ওই ব্লিচিং পাউডারে দিয়ে দিন৷ দুটির মিশ্রণে যদি ফেনা তৈরি হয় তাহলে আপনি সন্তানসম্ভবা৷ bleach1 ২. পাইন সল ফিনাইলের মতো একপ্রকার ঘর পরিস্কার করার তরল হল পাইন সল৷ এটির মাধ্যমেও আপনি প্রেগন্যান্সি টেস্ট করতে পারেন৷ আধকাপ পাইন সল নিন৷ তাতে দিনের প্রথম ইউরিন মেশান৷ পাইন সলের রঙ যা-ই হোক না কেন তা যদি আপানার ইউরিনের সঙ্গে মিশে রঙ পরিবর্তন করে, বুঝতে হবে আপনি প্রেগন্যান্ট৷ pine   ৩. ডেনডেলিয়ন পাতা ডেনডেলিয়ন একধরনের বন্য ফুল৷ এর পাতাও আপনাকে বলে দিতে পারে আপনি প্রেগন্যান্ট কি না৷ প্রথমে এই ফুলগাছ থেকে কয়েকটি পাতা নিয়ে ছায়ায় একটি প্লাস্টিকের উপরে রাখুন৷ এবার দিনের প্রথম ইউরিনে এটি দিয়ে দিন৷ ইউরিন শুষে নেওয়ার পরে এর পরিবর্তন লক্ষ্য করুন৷ ১০মিনিট পরে যদি পাতাটির উপরে ফোস্কার মতো দাগ তৈরি হয় তাহলে আপনি প্রেগন্যান্ট৷ flower5green3   ৪. সরষে বাটা যদি পিরিয়ডের নির্দিষ্ট দিন পার হয়ে যায় তাহলে তা প্রেগন্যান্সির লক্ষণ হতে পারে৷ কিন্তু এক্ষেত্রে প্রেগন্যান্ট না হয়ে শুধুমাত্র ডিলেড পিরিয়ডও হতে পারে৷ এক্ষেত্রে প্রেগন্যান্সি কনফার্ম করার জন্য ইষদুষ্ণ জলে সরষে পাউডার বা সরষে বাটা মিশিয়ে স্নান করুন৷ যদি আপনি প্রেগন্যান্ট না হন তাহলে পর দিনই আপনার পিরিয়ড হয়ে যাওয়ার সম্ভবনা থাকবে৷ musterd ৫. তুনা জুস ও ভিনিগার একটি কাপের চার ভাগের এক ভাগ তুনা মাছের তেল ও সমপরিমাণ ভিনিগার মেশান৷ এতে প্রেগন্যান্সি টেস্টের জন্য দিনের প্রথম ইউরিন মেশান৷ যদি এই মিশ্রণের রঙ পরিবর্তিত হয়ে সবুজ হয় তাহলে বুঝে নিতে হবে আপনি প্রেগন্যান্ট৷ কিন্তু যদি রঙ পরিবর্তিত হয়ে হলুদ অথবা কমলা হয় তাহলে আপনি প্রেগন্যান্ট নন৷ viniger6 ৬. সাবান প্রতিদিনের ব্যবহারের সাবানের সাহায্যেও বুঝতে পারবেন আপনি প্রেগন্যান্ট কি না৷ একটি সাবানের সঙ্গে দিনের শুরুর ইউরিন মেশান৷ এতে যদি ফেনা তৈরি হয় তাহলে বুঝতে হবে আপনি প্রেগন্যান্ট।     একুশে সংবাদ ডটকম/এসএস/১৬.০৮.০১৫
Link copied!