AB Bank
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সেন্টমার্টিন যাবার আগে জেনে নিন নৌপথের কিছু তথ্য


Ekushey Sangbad
পর্যটন ডেস্ক
১০:৪৩ এএম, ১ জুন, ২০২৩
সেন্টমার্টিন যাবার আগে জেনে নিন নৌপথের কিছু তথ্য

ভ্রমণপিপাসুদের কাছে প্রিয় একটি স্থান ‘সেন্টমার্টিন’। সুযোগ পেলেই স্থানটিতে ঘুরে আসতে চায় যে কেউ। তবে সেন্টমার্টিনে যাওয়ার একমাত্র উপায় নৌপথ।

 

চলুন তবে জেনে নিই সেন্টমার্টিনে যাওয়ার নৌপথের কিছু তথ্য-


টেকনাফ থেকে সাধারণত প্রতিদিন ২টি ট্রলার সেন্টমার্টিন যায়। সময় সকাল ৯টা ও ১০টা। কিন্তু এগুলো কোনো সময় মানে না। ট্রলার লোড হয়ে গেলে আগেভাগেই ছেড়ে দেয়।


ট্রলারের সার্ভিস একদম যাচ্ছেতাই। যে যেভাবে পারছে উঠছে। প্রচুর মাল দিয়ে পেট লোড করবে। আর এর ওপর মানুষ। যাত্রীর চাপ বেশি হলে আপনাকেও মালের মতো লোড হয়ে যেতে হতে পারে। ভাড়া ২২০ টাকা।

 

ট্রলারে যাবার নিয়ত থাকলে বাসা থেকে ছাতা অবশ্যই নিয়ে আসবেন। কারণ সমুদ্রের ওপরে রোদের তাপ একদম খাড়াভাবে লাগে। ইঞ্জিনের সাউন্ডটা অনেক। চেষ্টা করবেন ইঞ্জিন থেকে দূরে বসতে। আপনার যদি মোশন-সিকনেস থাকে তাহলে ট্রলারে না যাওয়াই ভালো, বমি করে দিতে পারেন। রোদের তাপ, ইঞ্জিনের শব্দ; এসব সহ্য করার শক্তি না থাকলে মাথা ঘুরতে শুরু করবে আপনার। তবে ট্রলার সমুদ্রে পা দেওয়ার পর বাতাস পাবেন। সাধারণত আড়াই ঘণ্টা সময় লাগে টেকনাফ থেকে সেন্টমার্টিন পৌঁছাতে।


ট্রলারে কারা যাবেন: একা, সঙ্গে ২-৩ জন বন্ধু, সাহসী নারীও সঙ্গে নিতে পারেন। বাচ্চা-কাচ্চা নিয়ে ট্রলারে না যাওয়াই ভালো। সময় কম লাগে, টাকা সেইভ ছাড়াও একটু বাড়তি উত্তেজনার জন্যও ট্রলারে যেতে পারেন। তবে চেষ্টা করবেন যে ট্রলারটায় লোকাল লোকজন বেশি সেটায় উঠতে। কারণ সমুদ্রে ঢেউ দেখে আপনি ভয় পেতে পারেন। কিন্তু আসলেই কি সেটা ভয় পাওয়ার যোগ্য কিনা সেটা লোকালদের এক্সপ্রেশন দেখে বুঝতে পারবেন। আর যদি এমন ট্রলারে উঠেন যেটায় সবাই ভ্রমণের জন্য ফাস্ট/সেকেন্ড টাইম সেন্টমার্টিন যাচ্ছে তাহলে মাঝসমুদ্রে গিয়ে বাচাও, উঠাও, মইরা গেলামগো, মাফ কইরা দেওগো টাইপ কান্নাকাটি, চিল্লাচিল্লি শুনতে পাবেন।


সেন্টমার্টিন থেকে টেকনাফ ফিরার ট্রলার ছাড়ে সকাল ৮টা ও ৯টায়। এছাড়া এখন কর্ণফুলী শিপ পাবেন কক্স-সেন্টমার্টিন, সেন্টমার্টিন-কক্স আসা-যাওয়া করে। ভাড়া ওয়ান ওয়ে ১০০০ টাকা। সেন্টমার্টিন থেকে বিকেল ৩টায় ছাড়বে বললেও ৪টা করে ফেলে। সময় লাগে কমপক্ষে ৬ ঘণ্টা। ভাড়া ১০০০ হলেও আপনি টিকেটটি সেন্টমার্টিনের লোকাল লোকের মাধ্যমে নেন তখন ৫০০-৬০০ টাকায় ম্যানেজ করতে পারবেন। কারণ কর্ণফুলীতে লোকালদের জন্য ভাড়া ৫০০ টাকা। সেক্ষেত্রে শিপের স্নাক্সটা পাবেন না। এই হলো সেন্টমার্টিন ভ্রমণে ট্রলার/শিপের ওভারভিউ।

 

উল্লেখ্য, সেন্টমার্টিন খুবই ছোটো দ্বীপ, দিনকে দিন আরো ছোটো হচ্ছে। ডাব খেয়ে খোসাটা নির্দিষ্ট জায়গায় ফেলুন। চিপস, পানির বোতল এখানে সেখানে ফেলে নোংরা করবেন না। চেষ্টা করবেন অফ সিজনে সেখানে যেতে। তাহলে একচুয়াল সেন্টমার্টিনের ফিলটা পাবেন। আর ছেড়াদ্বীপে যাওয়ার সময় ভুলেও সাইকেল নেবেন না, শেষে সাইকেল আপনাকে বয়ে বেড়ানো বদলে আপনাকেই সাইকেলকে বয়ে বেড়াতে হবে।


শেষ কথা: যেখানেই যাবেন, লোকালদের সঙ্গে প্রচুর কথা বলবেন/ আড্ডা দেবেন; তাহলে অনেক কিছু জানতে/দেখতে পারবেন যা পূর্বে কেউ দেখেনি।
 

একুশে সংবাদ.কম/সম  

Link copied!