AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫, ৩০ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঢাকা ১৯-২০ আসনে ১৪ মনোনয়ন বৈধ, বাতিল আটটি


Ekushey Sangbad
নাজমুল করিম, সাভার, ঢাকা
০৭:১৪ পিএম, ৪ ডিসেম্বর, ২০২৩
ঢাকা ১৯-২০ আসনে ১৪ মনোনয়ন বৈধ, বাতিল আটটি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনে ১৩ জন ও ও ঢাকা-২০ (ধামরাই) আসনে নয়জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছিলেন।

সোমবার (৪ ডিসেম্বর) মনোনয়ন যাচাই-বাছাই শেষে ঢাকা-১৯ আসনে আটটি ও ঢাকা-২০ আসনে ছয়টি মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।

সোমবার ঢাকা জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকতার কার্যালয়ে মনোনয়ন যাচাই-বাছাই করা হয়। সেখান থেকেই বৈধ ও বাতিল হওয়া প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।

রিটার্নিং কর্মকতার ঘোষিত তথ্য অনুসারে, ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনে ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। প্রার্থীদের মধ্যে আটজনের মনোনয়নপত্র বৈধ ও পাঁচজনের বাতিল বলে ঘোষণা করা হয়েছে।

মনোনয়ন বৈধ হওয়া প্রার্থীরা হলেন- আওয়ামী লীগের দলীয় প্রার্থী এনামুর রহমান, আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত দুই স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য তালুকদার মোহাম্মদ তৌহিদ জং ওরফে মুরাদ ও আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলাম, গণফ্রন্টের নুরুল আমীন, তৃনমুল বিএনপির মাহাবুবুল হাসান, বাংলাদেশ কংগ্রেসের মিলন কুমার ভঞ্জ, জাকের পার্টির শামসুদ্দিন আহম্মেদ ও ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী ইসরাফিল হোসেন সাভারী।

মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা হলেন- জাতীয় পার্টির বাহাদুর ইসলাম ও আবুল কালাম আজাদ, বাংলাদেশ সুপ্রিম পার্টির মো. জুলহাস, বাংলাদেশ জাতীয় পার্টির আইরিন পারভীন, বি.এন.এম এর মো. সাইফুল ইসলাম মেম্বার।

অন্যদিকে ঢাকা-২০ (ধামরাই) আসনে মনোনয়ন জমা দিয়েছিলেন নয়জন। এরমধ্যে ছয়জনের মনোনয়ন বৈধ ও তিনজনের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়। 

মনোনয়ন বৈধ হওয়া প্রার্থীরা হলেন- আওয়ামী লীগের দলীয় মনোনীত স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বেনজির আহমদ, স্বতন্ত্র প্রার্থী হিসেবে এ আসনের সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মালেক, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাদ্দেছ হোসেন, জাতীয় পার্টির খান মোহাম্মদ ইসরাফিল, জাকের পার্টির মো. সাইদুর রহমান ও ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) রেবেকা সুলতানা।

মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা হলেন- বাংলাদেশ সুপ্রিম পার্টির মো. মিনহাজ উদ্দিন, বাংলাদেশ কংগ্রেসের আরজু মিয়া ও মুক্তিজোটের মো. আমিনুর রহমান। 

ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম এবং ঢাকা-২০ (ধামরাই) আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকী এসব তথ্য নিশ্চিত করেন।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!