জাহাজের ইঞ্জিন বিকল হয়ে গভীর সমুদ্রে ভাসতে থাকা ১৪ জন নাবিককে উদ্ধার করেছে কোস্টগার্ড। কোস্টগার্ড উদ্ধারকারী দলের নেতৃত্ব দেওয়া লেফটেন্যান্ট কমান্ডার আব্দুল্লাহ আল মামুন বলেন, উদ্ধারকৃত নাবিকদের প্রাথমিক শুশ্রূষা ও খাবার সরবরাহ করা হয়। পরে মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করে উদ্ধারকৃত ক্রুদের এবং জাহাজটি বুঝিয়ে দেওয়া হয়।
জানা গেছে, এম ভি মাস্টার সুমন-২ নামে একটি লাইটার জাহাজ ১ হাজার ১০০ টন কয়লা বোঝাই করে চট্টগ্রাম থেকে দাউদকান্দি যাচ্ছিলো। এক পর্যায়ে ইঞ্জিন বিকল হয়ে ইঞ্জিন রুমে পানি ঢুকে জাহাজটি সাগরে নিয়ন্ত্রণহীন ভাসতে থাকে। এ সময় জাহাজটি সাঙ্গু গ্যাস ফিল্ড থেকে আনুমানিক ৯.৫ নটিক্যাল মাইল উত্তরে গভীর সমুদ্রে অবস্থান করছিল।
জাহাজের একজন ক্রু জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন দিয়ে জানান, তাদের জাহাজের ইঞ্জিন নষ্ট হয়ে ইঞ্জিন রুমে পানি ঢুকতেছে, এখন জাহাজের কন্ট্রোল নাই, সাগরে এলোমেলো ভাসছে, দয়া করে তাদের যেনে উদ্ধারের ব্যবস্থা নেয়া হয়। পরে দ্রুত ব্যবস্থা নেওয়া হলে ১৪ নাবিককে উদ্ধার করে টহলরত কোস্টগার্ডের উদ্ধারকারী দল।
রোববার (১ অক্টোবর) দুপুরে জাতীয় জরুরি সেবা-৯৯৯ এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার বিষয়টি নিশ্চিত করেছেন।
আনোয়ার সাত্তার বলেন, কলটি রিসিভ করেছিলেন ৯৯৯ কলটেকার কনস্টেবল মো. আবদুল কাদের। কনস্টেবল কাদের তাৎক্ষণিকভাবে কোস্টগার্ড নিয়ন্ত্রণ কক্ষ এবং সন্দ্বীপ কোস্টগার্ডে ঘটনাটি জানিয়ে দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেওয়ার জন্য জানায়। পরে ৯৯৯ ডেসপাচার উপপরিদর্শক (এসআই) কবির রায়হান উদ্ধার সংশ্লিষ্ট সবার সঙ্গে যোগাযোগ করে উদ্ধার তৎপরতার আপডেট নিতে থাকেন।
তিনি বলেন, খবর পেয়ে কোস্টগার্ডের নিয়মিত টহল কার্যক্রম পরিচালনাকারী জাহাজ ‘সবুজ বাংলা’ দুর্ঘটনাস্থলে গিয়ে লাইটার জাহাজটি থেকে ১৪ জন ক্রুকে নিরাপদে উদ্ধার করে।
একুশে সংবাদ/এসআর
আপনার মতামত লিখুন :