AB Bank
ঢাকা শনিবার, ০৪ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চীনের পক্ষে গুপ্তচরবৃত্তি সন্দেহে জার্মানিতে আটক ৩


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৭:৫৩ পিএম, ২২ এপ্রিল, ২০২৪
চীনের পক্ষে গুপ্তচরবৃত্তি সন্দেহে জার্মানিতে আটক ৩

চীনের গোয়েন্দা সংস্থার পক্ষে কাজ করছেন- এমন সন্দেহে জার্মানির ৩ নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা সামরিক খাতে ব্যবহৃত প্রযুক্তিগত তথ্য পাচার করছিলেন চীনের কাছে। খুব সম্ভবত ওই তথ্য চীনা নৌবাহিনীর শক্তি বৃদ্ধিতে সহায়ক হবে।

জার্মান কর্মকর্তারা সোমবার (২২ এপ্রিল) ওই তিন ব্যক্তিকে গ্রেপ্তারের খবর দেন।

মাত্র এক সপ্তাহ আগে চীন সফর করে এসেছেন জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎস। যেখানে তিনি বেইজিংকে ইউক্রেইন যুদ্ধকালীন সময়ে রাশিয়ার অর্থনীতিকে সহায়তা করা বন্ধ করতে বলেছেন। সেই সঙ্গে তিনি বুদ্ধিবৃত্তিক সম্পদ চুরি নিয়ে উদ্বেগ এবং বাজারে ন্যায্য প্রবেশাধিকারের দাবি জানিয়েছেন।

জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফেজার বলেন, বাণিজ্য, শিল্প এবং বিজ্ঞানের ক্ষেত্রে চীনের গুপ্তচরবৃত্তি উল্লেখযোগ্য হুমকিতে পরিণত হয়েছে। যার উপর নজর রাখছে জার্মান সরকার।

“আমরা এইসব ঝুঁকি এবং হুমকিগুলি খুবই কাছ থেকে দেখি এবং তাদের সম্পর্কে স্পষ্টভাবে সতর্ক করেছি এবং সচেতনতা বৃদ্ধি করেছি যাতে প্রতিরক্ষামূলক ব্যবস্থা সর্বত্র বৃদ্ধি পায়।”

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বা বার্লিনে চীনা দূতাবাস থেকে তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

একুশে সংবাদ/বি.নি/ এসএডি

Link copied!