AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫, ৪ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

হোয়াটস্‌অ্যাপে পাঠানো আমন্ত্রণপত্র খুললেই লোপাট টাকা-তথ্য!


Ekushey Sangbad
তথ্যপ্রযুক্তি ডেস্ক
০৩:০৬ পিএম, ২০ জানুয়ারি, ২০২৫
হোয়াটস্‌অ্যাপে পাঠানো আমন্ত্রণপত্র খুললেই লোপাট টাকা-তথ্য!

সামনেই বিয়ের মৌসুম। শুরু হয়ে গিয়েছে নিমন্ত্রণের পালা। কেউ কেউ বাড়ি বয়ে এসে নিমন্ত্রণ করে যাচ্ছেন। কেউ আবার পাঠিয়ে দিচ্ছেন ডিজিটাল কার্ড। আর সেই ডিজিটাল কার্ডকেই এ বার প্রতারণার হাতিয়ার বানিয়ে ফেলছেন কিছু মানুষ। পোশাকি ভাষায় যার নাম হয়েছে ‘ওয়েডিং ইনভিটেশন স্ক্যাম’ বা বিয়ের আমন্ত্রণপত্রের মাধ্যমে প্রতারণা। 

কিন্তু কী এই ‘ওয়েডিং ইনভিটেশন স্ক্যাম’? হিমাচল প্রদেশ পুলিশের আধিকারিকদের মতে, বিয়ের আমন্ত্রণপত্র এপিকে ফাইল আকারে পাঠাচ্ছে প্রতারকেরা। কোনও পরিচিতের বিয়ে মনে করে অসাবধানবশত অনেকেই সেই ফাইল ডাউনলোড করে ফেলছেন। আর তাতেই বাড়ছে বিপদ।

বিশেষজ্ঞেরা জানাচ্ছেন, ওই ফাইলগুলির মধ্যে ফোনে বিশেষ ম্যালঅয়্যার পাঠাচ্ছে হ্যাকারেরা। এপিকে ফাইল ডাউনলোড করার সঙ্গে সঙ্গে একটি অ্যাপ্লিকেশন গোপনে ডাউনলোড হয়ে যায় ফোনের মধ্যে। ফলে ‘সংক্রামিত’ ওই ফোনের নিয়ন্ত্রণ চলে যায় হ্যাকারদের কাছে। গুরুত্বপূর্ণ ব্যক্তিগত তথ্য চুরি করে নেয় তারা। কোনও কোনও ক্ষেত্রে ব্যক্তিগত তথ্য চুরির পরে, হুমকি দিয়ে অর্থ আদায়ের চেষ্টাও করে প্রতারকেরা। প্রতারণার শিকার হওয়া ওই ব্যক্তির পরিচিতদের থেকেও ফোন হ্যাক করে বিভিন্ন ভাবে টাকা আদায়ের চেষ্টা করা হয়।
এই পরিস্থিতিতে অজ্ঞাত নম্বর থেকে আসা বিয়ের আমন্ত্রণপত্রের ডিজিটাল ফাইল যাচাই না করে ডাউনলোড করার বিষয়ে সতর্ক করেছেন সাইবার বিশেষজ্ঞেরা।

একুশে সংবাদ/ এস কে

Link copied!