AB Bank
ঢাকা সোমবার, ২০ মে, ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

এক নিমিষেই চার্জ হবে স্মার্টফোন


Ekushey Sangbad
তথ্যপ্রযুক্তি ডেস্ক
০১:০৫ পিএম, ২৪ ফেব্রুয়ারি, ২০২৪
এক নিমিষেই চার্জ হবে স্মার্টফোন

শক্তিশালী ব্যাটারির সুপারচার্জ প্রযুক্তির নতুন স্মার্টফোন আনল রিয়েলমি। ‘রিয়েলমি ১২ প্লাস’ মডেলের এই ফোন চার্জ হবে এক নিমিষেই। কোম্পানি এমনটাই দাবি করছে। এছাড়াও এই ফোনে ছবি উঠবে ক্রিস্টাল ক্লিয়ার।

কিছুদিন আগে রিয়েলমি ১২ প্রো সিরিজ। এবার এলো এই সিরিজের নতুন ফোন ১২ প্লাস। এই ফোনে ১২ জিবি ব়্যাম এবং সুপারভোক ফাস্ট চার্জিং প্রযুক্তি পাওয়া যাবে। যার ফলে ফোনটি নিমেষে চার্জ হবে।
নতুন এই ফোনে ৬.৬৭ ইঞ্চির অ্যামোলিড ফুল এইচডি প্লাস প্যানেল থাকতে চলেছে সঙ্গে ১২০ হার্জ রিফ্রেশ রেট। স্মার্টফোনে প্রসেসর পাওয়া যাবে মিডিয়াটেক ডায়মেনসিটি ৭০৫০ চিপসেট। সর্বাধিক ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি ইন্টার্নাল স্টোরেজ দেবে রিয়েলমি। মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে এই স্টোরেজ সম্প্রসারণ করা যাবে।

রিয়েলমি ১২ প্লাস ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি ক্যাপাসিটি থাকবে সঙ্গে ৬৭ ওয়াট সুপারভোগ ফাস্ট চার্জিং। স্মার্টফোনে অপারেটিং সিস্টেম মিলবে অ্যানড্রয়েড ১৪। কত বছর অবধি সিকিউরিটি আপডেট পাওয়া যাবে তা অফিশিয়াল লঞ্চের দিনই জানা যাবে।

স্মার্টফোনে ক্যামেরা থাকবে ব্যাক প্যানেলে ট্রিপল রিয়ার ক্যামেরা। যার মধ্যে ৫০ মেগাপিক্সেল মূল ক্যামেরা সঙ্গে ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড এবং ২ মেগাপিক্সেল টেরিটরি লেন্স। সামনে মিলবে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এই ফোনে ৫জি কানেক্টিভিটি, ইউএসবি টাইপ-সি চার্জিং পোর্টসহ একাধিক ফিচার্স পাওয়া যাবে।

একুশে সংবাদ/এস কে

Link copied!