দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত একটি লঘুচাপের বর্ধিতাংশের প্রভাবে আগামী কয়েকদিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শুক্রবার (২ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-একটি স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, দেশের বাকি অংশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে এবং আকাশ আংশিক মেঘলা থাকতে পারে।
সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
শনিবার (৩ মে) এবং রোববার (৪ মে) দেশের বেশিরভাগ বিভাগেই বিক্ষিপ্তভাবে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে। বিশেষ করে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগে কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে।
বর্ধিত ৫ দিনের পূর্বাভাসে ইঙ্গিত দেওয়া হয়েছে, তাপমাত্রা আরও বাড়তে পারে। ফলে তাপদাহ পরিস্থিতি ফের তীব্র হতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অফিস।
একুশে সংবাদ// আ.ট/ এ.জে
আপনার মতামত লিখুন :