ভারতের আয়কর অফিসারের চাকরি ছেড়ে অভিনয়ের দুনিয়ায় পা বাড়িয়েছিলেন কৃতি বর্মা। কিন্তু সেই পথ যে এতটা কঠিন হবে, তা বোধহয় কল্পনা করেননি তিনি।
২৬৩ কোটি রুপি অর্থ আত্মসাতের মামলায় ইডির নজরে আগেই ছিলেন অভিনেত্রী কৃতি বর্মা। এবার সেই টিডিএস কেলেঙ্কারিতেই তার বিরুদ্ধে চার্জশিট পেশ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।
অভিযুক্তদের মধ্যে রয়েছেন সাবেক আয়কর পরিদর্শক তানাজি মণ্ডল অধিকারী। ইডির চার্জশিটে কৃতি বর্মার সাবেক প্রেমিক ভূষণ পাটিল, রাজেশ শেঠি এবং আরও কয়েকজনের নাম রয়েছে।
রিয়ালিটি শোয়ের পরিচিত মুখ কৃতি। রোডিজ এক্সট্রিম (২০১৮) মাধ্যমে লাইমলাইটে আসেন দিল্লির এই মেয়ে কেন্দ্রীয় সরকারের জিএসটি ইন্সপেক্টর পদ থেকে ইস্তফা দেন। এরপর ‘বিগ বস’-এর মতো টিভি শোতে অভিনয় করতে দেখা যায় কৃতিকে।
অভিযোগ এক ইনকাম-ট্যাক্স অফিসার ২৬৩ কোটি রুপি আত্মসাৎ করেছেন নিজের সিনিয়র অফিসারের লগইনের পাসওয়ার্ড ব্যবহার করে। বেআইনিভাবে গায়েব করা ওই ২৬৪ কোটি রুপির অধিকাংশই নাকি পাটিলের অ্যাকাউন্টে সরানো হয়েছিল।
আর্থ আত্মসাতের প্রতিরোধ আইন (পিএমএলএ)-এর অধীনে ইডির তদন্তে উঠে এসেছে, গুরগাঁওয়ের একটি সম্পত্তি বিক্রি করেছেন বর্মা। মনে করা হচ্ছে, অপরাধমূলক কাজ থেকে প্রাপ্ত ১.০২ কোটি রুপি ব্যবহার করে এই সম্পত্তি কেনা হয়েছে।
কর্তৃপক্ষ তার ব্যাংক অ্যাকাউন্টে মোট ১.১৮ কোটি রুপি বিক্রির অর্থের সন্ধান পায়। যা পরবর্তীতে বাজেয়াপ্ত কপা হয়। অবৈধ ট্যাক্স রিফান্ড থেকে লাভবান হওয়া অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে একজনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের জন্য কৃতির নামও রয়েছে চার্জশিটে।
একুশে সংবাদ/জা.নি/না.স
আপনার মতামত লিখুন :