AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৯ মে, ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শ্রুতিকে ভার্জিনিটি নিয়ে প্রশ্ন, অদ্ভুদ জবাব নায়িকার


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০২:৪৪ পিএম, ১৯ মার্চ, ২০২৩

শ্রুতিকে ভার্জিনিটি নিয়ে প্রশ্ন, অদ্ভুদ জবাব নায়িকার

সোশ্যাল মিডিয়ায় তারকাদের হেনস্থা করা নতুন কোন ব্যাপার নয়। এমনকী তারকাদের ছবির কমেন্ট সেকশনে গিয়ে উল্টাপাল্টা মন্তব্য করে আসার সুযোগও ছাড়েন না কেউ। আর মাঝে মাঝে এই ধরনের ঘটনা শালীনতার সব মাত্রা ছাড়িয়ে যায়। ঠিক তেমনই হল শ্রুতি হাসানের সঙ্গেও।

 

শ্রুতি প্রায়শই তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের মাধ্যমে তার ভক্তদের সঙ্গে যোগাযোগ করেন। লাইভের পাশাপাশি প্রশ্নোত্তর সেশনও রাখেন। আর সেখানেই এক নেটাগরিক তার কাছে প্রশ্ন রাখেন, আপনি কি ভার্জিন?

 

যার জবাবে শ্রুতি লেখেন, বানান আমার বন্ধু বানান। তুমি যদি নোংরা বা অদ্ভুত হতে চাও, তার আগে বানান শিখে আসো।

 

প্রসঙ্গত, শ্রুতিকে কটাক্ষ করা সেই ব্যক্তি ‘virgin’-এর পরিবর্তে লিখেছিলেন ‘verjain’।

 

তবে বেশ কিছু ভালো প্রশ্নও পেয়েছিলেন শ্রুতি। একজন জিজ্ঞেস করেন, প্রেমিক শান্তনু হাজারিকার কোন গুণ তাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করে। যাতে অভিনেত্রী জবাব দেন, তার শিল্প।

 

শ্রুতিকে তার প্রথম ক্রাশ সম্পর্কে প্রশ্ন করা হলে জবাবে আসে মার্শাল আর্ট কিংবদন্তি ব্রুস লির নাম।

 

শ্রুতিকে শেষ দেখা যায় ‘বেস্টসেলার’ ওয়েব সিরিজে। তার সঙ্গে অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী, অর্জন বাজওয়া, গৌহর খানের মতো তারকারা। প্রভাসের সঙ্গে ‘সালার’-এ দেখা যাবে তাকে। এ ছাড়াও তার হাতে একগুচ্ছ কাজ।

 

একুশে সংবাদ/এসএপি
 

Shwapno
Link copied!