AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৩ মে, ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জীবনের ভয়ংকর অভিজ্ঞতা জানালেন মেহজাবীন


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৮:৫১ পিএম, ১৩ মার্চ, ২০২৩

জীবনের ভয়ংকর অভিজ্ঞতা জানালেন মেহজাবীন

ঢালিউডের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। নিজের কাজ এবং ব্যক্তিত্ব দিয়ে হাজার মানুষের মন জয় করে নিয়েছেন অনেক আগেই। নিজেকে নতুন নতুন চরিত্রে পর্দায় উপস্থাপন করতে তার কোনো জুড়ি নাই।  বিভিন্ন বিষয় নিয়ে প্রতিনিয়তো তিনি সোশ্যাল মিডিয়ায় আড্ডা দেন তার ভক্তদের সঙ্গে।

 

সোমবার (১৩ মার্চ) নিজের অফিসিয়াল আইডিতে মেহজাবীন চৌধুরী পোস্ট করে জানতে চান, জীবনে কয়বার পড়ে গিয়েছেন। একই সঙ্গে নিজের পড়ে যাওয়ার ঘটনাও শেয়ার করেছেন।

 

  তিনি লেখেন,  ক্লাস সিক্সে ক্লাসেরুমে চেয়ার দিয়ে দোল খাবার চেষ্টা করতে করতে পড়ে গিয়েছিলাম। ৪০/৫০ জন ক্লাসমেট সহ টিচার , সবাই হা করে তাকিয়ে ছিল আমার দিকে।’

 

  ‘একটি ফাইভ স্টার হোটেলের রেস্টুরেন্টে বুফে খাচ্ছিলাম। আশেপাশে কম করে হলেও ২০০ লোকজন। বুফে টেবিল থেকে খাবার নিয়ে নিজের টেবিলে ফেরার পথে খাবার সহ আমি ফ্লোরে।’ 

 

‘আরেকটি ছিল ভয়ংকর ঘটনা। শুটিং করছিলাম। এক হাতে মোবাইল ফোন, আরেক হাতে কফি.. সিঁড়ি থেকে নামছিলাম ফোন এ টেক্সইং করতে করতে। করলাম স্লিপ। পড়ে গেলাম, কোমরে প্রচণ্ড ব্যথা পেলাম। গরম কফি চাইলে অন্য কোথাও পড়তে পারতো কিন্তু পড়লো আমার শরীরে। সেদিনের পর থেকে সিঁড়ি দিয়ে নামার সময় টেক্সইং করবো না, কসম কাটলাম।

 

‘আর সবচেয়ে বেশি যেটায় পড়ি সেটা হলো ‘ঝামেলা’। প্রায় প্রতিদিনই পড়ি। আপনারা এবার মনে করার চেষ্টা করুন। জীবনে কতবার পড়ে গিয়েছিলেন। হয়তো অনেক ঘটনাই মনে পড়বে ।’

 

একুশে সংবাদ.কম/ড.ব/বি.এস

Shwapno
Link copied!