ঢাকা শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩, ১৭ চৈত্র ১৪২৯

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. রাজধানী
  4. সারাবাংলা
  5. আন্তর্জাতিক
  6. অর্থ-বাণিজ্য
  7. খেলাধুলা
  8. বিনোদন
  9. শিক্ষা
  10. তথ্য-প্রযুক্তি
  11. অপরাধ
  12. প্রবাস
  13. পডকাস্ট

পাঠানের শো চলাকালীন সিনেমা হলের ছাদ ভেঙে আহত ৫


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৩:৩৭ পিএম, ২৭ জানুয়ারি, ২০২৩
পাঠানের শো চলাকালীন সিনেমা হলের ছাদ ভেঙে আহত ৫

দীর্ঘ চার বছর পর ‘পাঠান’ সিনেমার মাধ্যমে কামব্যাক করেছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। সিনেমাটি নিয়ে উন্মাদনা এখন তুঙ্গে।

 

 বুধবার (২৫ জানুয়ারি) সিনেমাটি ভারতের প্রেক্ষাগৃহে মুক্তির পর মাল্টিপ্লেক্স থেকে শুরু করে সিঙ্গেল স্ক্রিনের সামনে ভিড় করছেন দর্শকরা। আর এই সময়ই ভয়ংকর দুর্ঘটনা ঘটল সিনেমা হলে।

 

ভারতীয় সংবাদমাধ্যম এই সময়ের প্রতিবেদনে বলা হয়েছে, পাঠানের শো চলাকালীন সিনেমা হলের ছাদের চাঙড় ভেঙে পড়ে। কান্দির ছায়াপথ সিনেমা হলে ঘটেছে এই ঘটনা। এতে চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদে।

 

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) বিকেলে কান্দির ‘ছায়াপথ’ সিনেমা হলে ছাদের চাঙড় ভেঙে পড়ে এতে তিন শিশুসহ ৫ জন আহত হয়েছেন।

 

হল থেকে আহতদের উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে নেয়া হয়েছে। সেখানে ভর্তি করা হয়েছে কয়েকজনকে। পুলিশও তদন্ত শুরু করেছে। পাশাপাশি প্রশ্ন উঠেছে—এমন বিপজ্জনক পরিস্থিতিতে কেন এভাবে সিনেমা হল চলছে?

 

হাসপাতাল সূত্রের খবর, সিনেমা হলের ছাদ ভেঙে কয়েকজন শিশুও আহত হয়েছেন। মা-বাবার সঙ্গে বসে সিনেমা দেখছিলেন তারা। হঠাৎ ওপর থেকে চাঙড় ভেঙে মাথায় পড়ে তাদের।

 

এ ঘটনায় প্রত্যক্ষদর্শী একজন বলেন, ছায়াপথ সিনেমা হলে পাঠান দেখতে গিয়েছিলাম আমরা ১০-১২ জন। সিনেমা ১৫ মিনিট চলার পর ছাদ থেকে ধস নামে। মাথায় আঘাতও লেগেছে। সাময়িকভাবে চোখ-মুখে কিছুক্ষণ অন্ধকার দেখেছি। আমার সঙ্গে আমার ছেলেও ছিল। পরে তাকে নিয়ে বের হয়ে আসি। এখন চিকিৎসার জন্য হাসপাতালে এসেছি। আমরা ৫ জন আহত হয়েছি। যেখানে বসেছিলাম, সেখানে প্রায় ২০-২৫ জন ছিল।

 

একুশে সংবাদ.কম/চ.ট/সা’দ